বাংলাদেশের দ্বিতীয় টেস্টের স্কোয়াডে এনামুল হক বিজয়
২৩ এপ্রিল ২০২৫ ২১:৫০
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের স্কোয়াড থেকে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পরবর্তন দুটি।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়ার কথা থাকা পেসার নাহিদ রানাকে রাখা হয়নি স্কোয়াডে। তার বদলে তরুণ স্পিনার তানভির ইসলামকে ডাকা হয়েছে দলে। আর অভিজ্ঞ ওপেনার এনামুল হক বিজয়কে ডাকা হয়েছে দলে।
চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) অসাধারণ পারফর্ম করে চলেছেন বিজয়। ডিপিএলে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করে ঘরোয়া ক্রিকেটে পঞ্চাশ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বিজয়।
এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দুজনের কেউই সুবিধা করতে পারেননি। ফলে বিজয়কে ডাকাটা অনুমিতই ছিল।
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টটা ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামে। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর কথা ২৮ এপ্রিল।
দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভির ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
সারাবাংলা/এসএইচএস