টিকেট ছাড়া দেখা যাবে ফাইনালের ‘১৫ মিনিট’
২৪ এপ্রিল ২০২৫ ১৫:০৪
আলোকস্বল্পতায় ক্রিকেট ম্যাচ বাতিল, পরিত্যক্ত, স্থগিত হতেও দেখা যায় অহরহ। কিন্তু ফুটবল ম্যাচ? এমন উদাহরণ আপনি সহসাই পাবেন না। তবে গত ২২ এপ্রিল (মঙ্গলবার) আবাহনী-বসুন্ধরা কিংসের মধ্যকার ফেডারেশন কাপ ফাইনাল স্থগিত হয়েছে আলোকস্বল্পতায়। কালবৈশাখী ঝড়ে ওলটপালট হয়ে যায় ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৫ মিনিট খেলার পর স্থগিত করা হয় ম্যাচ।
সেই ম্যাচের বাকি ১৫ মিনিটের খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল (মঙ্গলবার), একই মাঠে বিকাল ৩টা ৩০ মিনিটে। ফাইনালের বাকি ১৫ মিনিট দেখতে কোনো টিকেট লাগবে না দর্শকদের। সবার জন্য উন্ম্যক্ত থাকবে গেট। এই তথ্য নিশ্চিত করেছেন বাফুফের লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন।
ম্যাচের বাকি ১৫ মিনিটের খেলার ভেন্যু, দিন ও সময় নিশ্চিত করতে গতকাল বাফুফে ভবনে জরুরি সভা ডাকে বাফুফের লিগ কমিটি। সেখানেই আলোচনা হয় টিকেটের বিষয়ে, সদস্যদের সম্মতিক্রমেই বিনামূল্যে ম্যাচ দেখানোর সিদ্ধান্ত আসে।
বিনামূল্যে ম্যাচ দেখানো নিয়ে লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির বলেন, ‘এই ১৫ মিনিটের জন্য আর কাউকে টিকিট কিনতে হবে না। যেহেতু দর্শকেরা পুরো ফাইনাল উপভোগ করতে পারেননি, তাই এই ১৫ মিনিটের খেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। তাঁরা বিনা মূল্যে ম্যাচ উপভোগ করতে পারবেন।’
গত মঙ্গলবার ঝড়ের পর খেলা বন্ধ থাকে ঘণ্টাখানেক। দীর্ঘক্ষণ সবাইকে অপেক্ষা করতে হয় মাঠকে খেলার উপযোগী করে তুলতে। সেখানেই দিনের আলো ফুরিয়ে গেছে বেশিরভাগ। স্টেডিয়ামে ফ্লাডলাইটও নেই। তাই রেফারির চেষ্টা ছিল ১-১ সমতায় থাকা এই ম্যাচকে যেন শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যায়। নির্ধারিত সময়ের মধ্যেও কেউ গোল দিতে না পারায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হতে হতে সন্ধ্যা নেমে আসে স্টেডিয়ামের আকাশ ফুঁড়ে। দুই দলের অধিনায়ক, কোচিং স্টাফ ও ম্যানেজারদের সাথে কথা বলে আলোকস্বল্পতার জন্য, ম্যাচ বন্ধ করার সিদ্ধান্ত নেন রেফারি ও ম্যাচ অফিসিয়ালরা। পরবর্তীতে ম্যাচ কমিশনার আলোকস্বল্পতায় ম্যাচ পরিত্যক্ত করার ঘোষণা দেন। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার নিয়ম নেই। তবে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো বিশেষ কারণে যদি খেলা স্থগিত হয় কিংবা বন্ধ করে দিতে হয়, সেক্ষেত্রে যেখানে ম্যাচ থেমেছিল, নির্ধারিত দিনে সেখান থেকেই খেলা শুরু হবে।
মঙ্গলবার ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কিংস। তৃতীয় মিনিটেই ফ্রি-কিক পায় ক্লাবটি। সাদ উদ্দিনের ফ্রি-কিক থেকে আবাহনী গোলরক্ষক পরাস্ত হলেও, বল চলে যায় বারের বাইরে। তবে এর মিনিট দুয়েক পর সেই সাদের নেয়া ফ্রি-কিকে হেড করে গোল দেন কিংসের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানো।
সমতায় ফিরতে আবাহনীও বেশি সময় নেয়নি। ১৫ মিনিটের এমেকার পাস থেকে বল পেয়ে যান ইব্রাহিম। এর আগে অবশ্য সেই পাস ক্লিয়ার করতে ব্যর্থ হন কিংস অধিনায়ক তপু বর্মণ। তাই ফাঁকায় বল পেয়ে প্লেসিং শটে গোল করে দলকে সমতায় ফেরান মোহাম্মদ ইব্রাহিম।
সারাবাংলা/জেটি