Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানান গুঞ্জনের মধ্যে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ১৫:১২ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৯:৫৩

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়ের ওপর নিষেধাজ্ঞাসহ আরও কিছু কারণ নিয়ে নানান গুঞ্জন ক্রিকেটপাড়ায়। এর মধ্যে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বাসতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্পেডিয়ামপাড়া অনেকটা ফাঁকা থাকার কথা। কিন্তু আজ সকাল থেকেই হোম অব ক্রিকেটে ভিন্ন দৃশ্য। সকাল থেকে ক্রিকেটারদের আনাগোনা মিরপুরের বিসিবি কার্যালয়ে। পরে বোর্ড সভাপতিও এসে হাজির হন।

বিজ্ঞাপন

জানা গেছে, বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের পক্ষ থেকে লিগ বর্জনের ডাক আসতে পারে, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।

চলতি লিগেই অসুস্থ হয়ে পড়ায় লিগ খেলছেন না তামিম ইকবাল। তবে নানান গুঞ্জনের মধ্যে আজ সকাল সকাল বিসিবিতে এসে হাজির লিগের শুরুর দিকে মোহামেডানকে নেতৃত্ব দেওয়া তামিম। তামিমের ডাকে অনেক ক্রিকেটারই বিসিবিতে এসে হাজির হন। মোহামেডানের অপর ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়দরা হাজির হন বিসিবি কার্যালয়ে।

অন্য দলের ক্রিকেটারদের মধ্যে নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শরিফুল ইসলাম এবং শামীম হোসেন পাটোয়ারী, ইলিয়াস সানী, নাঈম শেখ ও জিয়াউর রহমানের মতো তারকা ক্রিকেটাররাও এসে হাজিন হন। দুপুরের আগে বিসিবি’তে আসেন সভাপতি ফারুক আহমেদ।

তারপরই বিসিবি সভাপতির সঙ্গে ক্রিকেটারদের বৈঠকের বিষয়টি খোলাসা হয়ে যায়। ডিপিএলে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞাসহ আরও কিছু বিষয় নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করবেন ক্রিকেটাররা। বৈঠকে উপস্থিত থাকার কথা আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুরও।

বিজ্ঞাপন

ডিপিএলে মাঠে আম্পায়ারের সঙ্গে অসদাচরনের কারণে অর্থ জরিমানার সঙ্গে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। পরে সেই নিষেধাজ্ঞা নেমে আসে এক ম্যাচে। যাতে মোহামেডানের হয়ে ম্যাচও খেলে ফেলেন হৃদয়। কিন্তু নিষেধাজ্ঞা এক ম্যাচে নেমে আসার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

হুট করে মোহামেডান অধিনায়কের নিষেধাজ্ঞা কমানোর বিষয়টি মেনে নিতে পারেননি বলে সিসিডিএম’র টেকনিক্যাল কমিটির আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেন এনামুল হক মনি। অপর দিকে হৃদয় যে আম্পায়ারের সঙ্গে অসদাচরন করেছিলেন সেই শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও বিসিবির আম্পায়ারিং চাকরি ছাড়তে পদত্যাগপত্র দিয়েছিলেন।

পরে সৈকতকে বুঝিয়ে পদত্যাগপত্র প্রত্যাহার করানো হয়েছে। আর সিসিডিএম’র টেকনিক্যাল কমিটির আহ্বায়কের পদে যোগ দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। ফাহিম দায়িত্ব নিয়েই ফাহিম সিদ্ধান্ত নেন দুই ম্যাচই নিষিদ্ধ থাকবেন হৃদয়।

এভাবে নিষিদ্ধ করা এবং নিষেধাজ্ঞা কমানো আবার বাড়ানোর বিষয়টি ক্রিকেটাররা মেনে নিতে পারছেন না। এছাড়া লিগের শুরু থেকে আরও বেশ কিছু অনিয়ম নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। সেসব নিয়েই ক্রিকেটারদের এই জমায়েত বলে জানা যাচ্ছে।

সারাবাংলা/এসএইচএস

বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর