Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমদের চাপে হৃদয়ের নিষেধাজ্ঞা পেছাল এক বছর

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ১৯:৪১ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ২৩:৪৮

নিষেধাজ্ঞা এক বছর পেছাল তাওহিদ হৃদয়ের

চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা যেন এক ধারাবাহিক নাটক। প্রতিদিনই যার কোনো না কোনো পর্ব আসছে সামনে। প্রথমে এক ম্যাচ, পরবর্তীতে দুই ম্যাচের জন্য হৃদয়কে নিষিদ্ধ করা হয় সিসিডিএম ও আম্পায়ার্স কমিটির সিদ্ধান্তে। কিন্ত আজ (শুক্রবার) সাবেক মোহামেডান অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে আজ (শুক্রবার) বিসিবি সভাপতি ও দুই পরিচালকের দীর্ঘ বৈঠকের পর আজ সেই সিদ্ধান্তে বদল করেছে বিসিবি।

বিজ্ঞাপন

বিসিবি সূত্রে জানা গেছে, তাদের চাপেই হৃদয়ের নিষেধাজ্ঞা পেছাল এক বছর। হৃদয়ের পাওনা এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে ডিপিএলের আগামী মৌসুমের প্রথম ম্যাচ থেকে। বিসিবির এই সিদ্ধান্তের পর সুপার লিগের বাকি দুই ম্যাচে তার আর খেলতে বাধা রইল না। আগামীকাল মিরপুরেই সুপার লিগে মোহামেডানের ম্যাচ আছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সাথে।

এর আগে হৃদয়ের দুই ম্যাচ নিষেধাজ্ঞার মধ্যে একটি ম্যাচ তিনি ভোগ করলেও পরবর্তী দুই ম্যাচে তাকে খেলতে দেখা যায়। পরে আবারো তাকে এক ম্যাচের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন তোলে ক্রিকেটাররা।

ছুটির দিন হলেও সকাল থেকেই মিরপুর একাডেমি ভবনের সামনে ছিল সংবাদকর্মীদের আনাগোনা। কারণ আগের রাতেই জানা যায়, নিজেদের মধ্যে বৈঠক করবেন মোহামেডান ক্রিকেটাররা। একাডেমি ভবনে নিজেদের মধ্যে আলোচনা শেষে বিসিবি কার্যালয়ে তামিমের নেতৃত্বে সভাপতি ফারুক আহমেদের সাথে বৈঠকে বসেন ক্রিকেটাররা। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ও মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

তাদের সাথে দীর্ঘ বৈঠকের পর তামিম সংবাদ সম্মেলনে হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে বলেন, ‘তাওহিদ হৃদয়ের শাস্তি হয়ে গেছে। কিন্তু আমরা শুনেছি কাল তাকে আবার এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কোন নিয়মে আমাদের জানা নেই। এটা হাস্যকর। বিসিবি তাকে খেলতে দিয়েছে, আবার কিভাবে শাস্তি দেয়!’

সারাবাংলা/জেটি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ তাওহিদ হৃদয় তামিম ইকবাল বিসিবি

বিজ্ঞাপন

আরিফিন শুভ জানালেন, আসছেন
২৫ এপ্রিল ২০২৫ ২৩:১৫

আরো

সম্পর্কিত খবর