Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ মাস পর ক্রিকেটে ফিরতে চান তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ২২:৩৮

ফরচুন বরিশালের অনুশীলনে তামিম ইকবাল। ফাইল ছবি

চলতি ডিপিএলে বিকেএসপিতে ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। বলা চলে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। চিকিৎসা শেষে শংকামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় গেছেন গত মার্চ মাসের শেষ দিকে। আপাতত লম্বা সময়ের জন্য বিশ্রামে আছেন চিকিৎসকের পরামর্শে। তবুও প্রায়ই প্রশ্ন উঠে, আবার কবে মাঠের ক্রিকেটে ফিরবেন তামিম।

আজ (শুক্রবার) বিসিবি কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তামিম নিজেই জানালেন, তিন মাস পর ক্রিকেটে ফেরার পরিকল্পনা আছে তার। যদিও এখনও চিকিৎসকের কাছ থেকে সেই সংক্রান্ত কোনো নির্দেশনা পাননি তিনি। অবশ্য ক্রিকেটে ফেরার জন্য প্রাণপণ চেষ্টা করছেন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া তামিম। খেলতে চান আসন্ন ঘরোয়া ক্রিকেটের মৌসুমে।

বিজ্ঞাপন

কবে ক্রিকেটে ফিরতে চান, সংবাদ সম্মেলনের শেষ দিকে এই প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘‘আমি শারীরিকভাবে খুবই ভালো আছি। সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য। তিনমাস পর ইনশাল্লাহ (ফিরবো)।’

তামিমের অস্ত্রোপচারের পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর বলেছিলেন, ক্রিকেটে ফেরার নিশ্চয়তা নেই তামিমের। তবে স্বাভাবিক কাজকর্ম, হাঁটাচলার জন্য অন্তত মাস তিনেক সময় লাগবে তার। \

হার্টের উন্নত চিকিৎসার জন্য এপ্রিল মাসের শুরুতে সিঙ্গাপুর থেকে ঘুরে এসেছেন তামিম। এক কার্ডিওলজিস্টের সঙ্গে মাঠে ফেরার ব্যাপারে আলোচনাও করেছেন, কিন্ত মাঠের ক্রিকেটে ফেরার ব্যাপারে সিঙ্গাপুরের সেই চিকিৎসকের কাছ থেকেও সবুজ সংকেত মিলেনি তামিমের। জানা গেছে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দুজন কার্ডিওলজিস্টের সাথেও এই প্রসঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন তিনি। যেটা মাঠে ফেরার তার শেষ একটা চেষ্টা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

ডিপিএল তামিম ইকবাল বিসিবি হার্ট অ্যাটাক

বিজ্ঞাপন

আরিফিন শুভ জানালেন, আসছেন
২৫ এপ্রিল ২০২৫ ২৩:১৫

আরো

সম্পর্কিত খবর