Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের সঙ্গে ভারতের সব সম্পর্ক ছিন্ন করা উচিত: সৌরভ

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫ ১৫:৫৮ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৬:০১

সৌরভ গাঙ্গুলি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের ঘটনার জেরে পাকিস্তানের সাথে ভারতের সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মনে করেন দেশটির জাতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এমনকি আইসিসির ভবিষ্যত কোনো ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে ভারত খেলতে না চাইলে, সেই সিদ্ধান্তেরও সমর্থন করেন বিসিসিআইয়ের এই সাবেক সভাপতি। শুক্রবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

গত ২২ এপ্রিল পেহেলগামের বৈসরণ উপত্যকায় পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। পাকিস্তানের মদদেই এই হামলা হয়েছে বলে দাবি ভারতের। এরপর থেকেই দুই দেশের মধ্যে বিরাজ করছে কুটনৈতিক অস্থিরতা।

বিজ্ঞাপন

গতকাল কলকাতায় এক অনুষ্ঠানে পেহেলগাম ঘটনা নিয়ে প্রশ্ন করা হয় সৌরভকে। ভারতের সর্বস্তর থেকে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার যে দাবি উঠেছে সেটার সাথে একমত ভারতের সাবেক অধিনায়কও, ‘পাকিস্তানের সাথে সব সম্পর্ক ছিন্ন করা উচিত, এই ব্যাপারে আমি শতভাগ একমত। কঠোর ব্যবস্থা নেয়া উচিত। এসব কোনো তামাশা নয় যে, প্রতি বছর এমন ঘটনা ঘটতে থাকবে।’

দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক নেই এক দশকের বেশি। ভারত-পাকিস্তান লড়াই যা দেখা যায়, সেটা কেবল আইসিসি কিংবা এসিসি ইভেন্টেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে আর্থিক দিকটা প্রাধান্য দিয়ে এসব বহুজাতিক ইভেন্টে দুই দলকে রাখাও হয় এক গ্রুপে। বিশেষত এশিয়া কাপের গ্রুপিং ও শিডিউল এমনভাবে করা হয়, যেন যত বেশি সম্ভব ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে পারে।

তবে পেহেলগামের এই ঘটনার পর বৈশ্বিক ইভেন্টগুলোতেও পাকিস্তানের সাথে ম্যাচ না খেলার দাবি উঠেছে ভারতের বিভিন্ন মহল থেকে। এ নিয়ে সৌরভ বলেন, ‘বিসিসিআই যদি আইসিসি দেয় এই ব্যাপারে, সেটা ঠিকই হবে। সন্ত্রাসবাদ কখনো মেনে নেওয়া যায় না।’

বিজ্ঞাপন

এই বছরেই আইসিসি ও এসিসির দুটো টুর্নামেন্ট। যেখানে ভারত-পাকিস্তান দুই দলেরই একই গ্রুপে সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে টুর্নামেন্ট দুটো ঘনিয়ে আসতে আসতে আবার নতুন করে শুরু হতে পারে অনিশ্চয়তা।

সারাবাংলা/জেটি

আইসিসি কাশ্মীরের পেহেলগাম পাকিস্তান ক্রিকেট দল ভারত ক্রিকেট দল সৌরভ গাঙ্গুলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর