‘২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারতেন কোহলি’
২৬ এপ্রিল ২০২৫ ১৬:৩২
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, সেই বিশ্বকাপের শিরোপা জেতা, ব্যাট হাতে দারুণ ইনিংসে ম্যাচ সেরা হওয়া; নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারটা শেষ করার জন্য এরচেয়ে বড় মঞ্চ বোধহয় আর পেতেনই না বিরাট কোহলি। ২০২৪ সালে বার্বাডোজে শেষটা রাঙালেন মনের মতো। এরপর এবারের আইপিএলেও আছেন দারুণ ছন্দে। ৯ ইনিংসে ১৪৪.১১ স্ট্রাইকরেটে করেছেন ৩৯২ রান।
৩৬ বছর বয়সী কোহলিকে এভাবে খেলতে দেখে খানিকটা আফসোসেই পুড়েছেন তার এক সময়কার সতীর্থ সুরেশ রায়না। যিনি বর্তমানে ধারাভাষ্য দিচ্ছেন আইপিএলে। সাবেক ভারতীয় এই ক্রিকেটার বলছেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও চাইলে খেলতে পারতেন কোহলি। ভারত ও শ্রীলংকার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর।
উপমহাদেশের কন্ডিশন ও উইকেটে অনায়াসে সেখানে খেলতে পারতেন কোহলি, এমনটাই মনে করন রায়না। তিনি বলেন, ‘আমি এখনও মনে করি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে কোহলি একটু আগেই অবসরে চলে গেছেন। এখন যে ছন্দে আছেন সেটার আলোকে বলাই যায়, ২০২৬ সাল পর্যন্ত অনায়াসে খেলে যেতে পারতেন। এর সাথে এবারের চ্যাম্পিয়নস ট্রফির পারফরম্যান্স মনে রাখার মতো। আর নিজেকে যেভাবে ফিট রেখেছে, দেখে মনে হয় নিজের সেরা ছন্দে আছে এখনও।’
আইপিএলের সর্বশেষ আসরে ১৫ ইনিংসে পাঁচ ফিফটি ও এক সেঞ্চুরিতে ৭৪১ রান করে দ্বিতীয়বার আসরের সর্বোচ্চ স্কোরার হন কোহলি। মাথায় উঠেছিল অরেঞ্জ ক্যাপ। এবারও সেই দৌড়ে ভালোভাবে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ডানহাতি ব্যাটার। ৩৯২ রান নিয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। তার আগে আছেন কেবল গুজরাট টাইটান্সের সাই সুদর্শন।
সারাবাংলা/জেটি
আইপিএল টি-টোয়েন্টি বিশ্বকাপ বিরাট কোহলি ভারত ক্রিকেট দল সুরেশ রায়না