Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ ওভারে নাসুমের ছক্কায় ‘ফাইনালে’ মোহামেডান

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৮:৫৮

১৩ বলে ২১* রানের ইনিংসে দলকে জিতিয়েছেন নাসুম আহমেদ

কদিন ধরেই চরম নাটকীয়তায় ভরপুর চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। যার সবটা জুড়েই ছিল মোহামেডান। আগের সংশ্লিষ্টতা মাঠের বাইরের ইস্যুতে হলেও মাঠের ক্রিকেটে এবার চরম নাটকীয় এক জয় উপহার দিল দলটা। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শেষ ওভারে ছক্কা মেরে দলকে দারুণ এক জয় এনে দিলেন নাসুম আহমেদ। ৪ উইকেটে পাওয়া এই জয়ে বেঁচে রইল মোহামেডানের ডিপিএল জেতার আশা। আবাহনীর বিপক্ষে আগামী ২৯ এপ্রিলের ম্যাচটা তাই হয়ে গেল অঘোষিত ফাইনাল।

বিজ্ঞাপন

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২৩৬ রানে অল আউট হয় গাজী গ্রুপ। মাঝারি লক্ষ্য হলেও ৪০ রানেই দুই উইকেট হারায় মোহামেডান। টপ অর্ডারে ফিফটি করে লড়াই জমিয়ে তোলেন রনি তালুকদার। মাঝে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়া তাওহিদ হৃদয় খেলেন ৩৭ রানের ইনিংস। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ-সাইফউদ্দিনের ৫৬ রানের জুটিতে মোহামেডান ম্যাচে টিকে থাকলেও দুজন মিলে বল খেলেন ৮৩টি। ধীরগতির এই জুটিতে ম্যাচ অনেকটাই ফস্কে যেতে শুরু করে মোহামেডানের হাত থেকে। ব্যক্তিগত ৪৯ রানে মাহমুদউল্লাহ আউট হলেও নাসুম এসে হাল ধরেন।

বিজ্ঞাপন

১৩ বলে দুই ছক্কা ও এক চারে খেলেন অপরাজিত ২১ রানের ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রানের। ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পেয়ে চার মারেন নাসুম। চতুর্থ বল ডট হলেও পঞ্চম বলে ডিপ মিড উইকেট দিয়ে দারুণ এক ছয়ে ম্যাচ টাই করে ফেলেন এই বাঁহাতি ব্যাটার। আর শেষ বলে মিড অনে ঠেলে দিয়ে পড়িমরি দৌড়ে সিঙ্গেল নিয়ে দলকে জেতান ম্যাচ।

অবশ্য নাসুমের এই  ব্যাটিং বীরত্ব না পেলে শিরোপা যেত আবাহনীর কাছেই। মোহামেডান হারলে এক ম্যাচে হাতে রেখেই এবারের ডিপিএল জিততেন মোসাদ্দেক হোসেন সৈকতরা। কারণ আজ বিকেএসপিতে লিজেন্ডস অফ রুপগঞ্জকে সাত উইকেট হারিয়ে কাজটা এগিয়ে রেখেছিলেন তারা।

আগামী মঙ্গলবার ঢাকা ডার্বিতে যে দল জিতবে তার হাতেই উঠবে শিরোপা। যদিও সুপার লিগে আবাহনীর পয়েন্ট মোহামেডানের চেয়ে বেশি, সেক্ষেত্রে যদি মোহামেডান জিতে তাহলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় বিজয়ী হবে তারাই। আর পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকায় কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে জয়ী হবে আবাহনী।

সারাবাংলা/জেটি

ডিপিএল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নাসুম আহমেদ মোহামেডান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর