কে হবেন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী?
২৭ এপ্রিল ২০২৫ ১৩:৩৪
গত ২২ মার্চ শুরু হয়েছে আইপিলের অষ্টাদশতম আসর। ১০ দলের এই ক্রিকেটীয় লড়াইয়ে ট্রফি ছাড়াও সবার নজর থেকে আসরের সর্বোচ্চ উইকেট শিকারীর দিকেও। প্রায় প্রতি ম্যাচেই বদলে যাচ্ছে পার্পল ক্যাপের দাবিদার। এখন পর্যন্ত বল হাতে তেমন কিছু পারফরম্যান্সই দেখিয়েছেন অনেকে।
প্রসিধ কৃষ্ণ, জশ হ্যাজলউড, নূর আহমাদরা জমিয়ে তুলেছেন লড়াই। যদিও সমান ১৬টি করে উইকেট নিয়ে যুগ্মভাবে তালিকার শীর্ষে উঠেছেন প্রসিধ ও হ্যাজলউড।
এক নজরে দেখে নিন, কারা আছেন আইপিএলের পার্পল ক্যাপের দৌড়ে-
৮ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সবার ওপরে গুজরাট টাইটান্সের প্রসিধ কৃষ্ণ। ডানহাতি এই পেসারের বোলিং গড় মাত্র ১৪.১২। তার সমান ১৬ উইকেট নিলেও এক ম্যাচ বেশি খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হ্যাজলউড। আরসিবির এই অজি পেসার রান দিয়েছেন এবার ১৭.১৯ গড়ে।
পার্পল ক্যাপের দৌড়ে আছেন দুই চায়নাম্যান। এদের মধ্যে একজন চেন্নাই সুপার কিংসের নূর আহমাদ। এই আফগান চায়নাম্যান বোলার ৯ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। বোলিং গড় প্রায় ১৮।
সানরাইজার্স হায়দরাবাদের হার্শাল প্যাটেল ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন ১৮.৭৭ গড়ে। দিল্লী ক্যাপিটালসের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব ৮ ম্যাচ শেষে নিয়েছেন ১২ উইকেট।
সারাবাংলা/জেটি