শ্রীলংকার মাটিতে শ্রীলংকাকে উড়িয়ে দিল বাংলাদেশ
২৮ এপ্রিল ২০২৫ ২০:৩৫ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২১:৫০
শ্রীলংকায় বাংলাদেশ যুব দলের সফরের শুরুটা ভালো হয়নি। শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হেরছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচেই দাপুটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। ছয় ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে শ্রীলংকান যুবাদের আজ স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
কলম্বোতে আজ ৯৩ বল হাতে রেখে লংকানদের ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজের এখন ১-১ ব্যবধানে সমতা। আগে বোলিং করে লংকানদের ২১১ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। পরে জাওয়াদ আবরারের দাপুটে এক সেঞ্চুরি ও আজিজুল হাকিম তামিমের দারুণ ব্যাটিংয়ে বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
সোমবার (২৮ এপ্রিল) কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৪৮ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১১ রানের পুঁজি গড়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। বোলিংয়ে বাংলাদেশের হয়ে চমক দেখিয়েছেন আল ফাহাদ। ৪৪ রান খরচায় একাই তুলে নেন ৬ উইকেট। ২ উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন।
পরে জবাব দিতে নেমে শুরুতেই ওপেনার কামাল সিদ্দিকিকে (৫) হারায় বাংলাদেশ। তবে এরপর আর পাত্তাই পায়নি শ্রীলংকানরা। দ্বিতীয় উইকেটে ১৮০ বলে ১৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের বিশাল জয় নিশ্চিত করেন আবরার ও আজিজুল।
জাওয়াদ আবরার ১০৬ বল খেলে ১৪টি চার ৬টি ছয়ে ১৩০ রানে অপরাজিত ছিলেন। আজিজুল হাকিম ৮৯ বল খেলে অপরাজিত ছিলেন ৬৯ রানে। আজিজুল চার হাঁকিয়েছেন ৫টি, ছক্কা ৩টি। ৩৪.৩ ওভারে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সারাবাংলা/এসএইচএস