Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুন থেকেই ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫ ১২:০২

কার্লো আনচেলত্তি ও রাফিনিয়া

কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনটা ভেসে বেড়াচ্ছে গত কয়েক মাস ধরেই। সর্বশেষ কোপা ডেল রের ফাইনালের পর সেই গুঞ্জনের পালে আরও হাওয়া লেগেছে। একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, আসন্ন জুন থেকেই ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিতে মৌখিক চুক্তিতে সম্মত হয়েছেন তিনি।

২০২৬ সালের জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে চুক্তি নবায়ণ করেছিলেন আনচেলত্তি। কিন্তু চুক্তির মেয়াদ বাকি থাকতেই বার্নাব্যু ছাড়তে চলেছেন তিনি। ‘দ্য অ্যাথলেটিকস’ জানাচ্ছে, ইতোমধ্যে ড্রেসিংরুমে খেলোয়াড়দের ক্লাব ছাড়ার কথা জানিয়েও দিয়েছেন ৬৫ বছর বয়সী এই কোচ।

বিজ্ঞাপন

যদিও প্রথমে জানা গিয়েছিল এই মৌসুম শেষ করে অর্থাৎ ক্লাব বিশ্বকাপের পরেই রিয়াল ছাড়বেন আনচেলত্তি। কিন্ত চলতি মে মাসেই নতুন করে ক্লাব ছাড়ার কথা রিয়াল মাদ্রিদ সভাপতিকে জানিয়ে দিয়েছেন তিনি। সেক্ষেত্রে আগামী ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে রিয়াল ডাগ আউটে থাকছেন না অভিজ্ঞ আনচেলত্তি।

সবকিছু ঠিকঠাক থাকলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার এই মৌসুমের শেষ ম্যাচই হতে যাচ্ছে আনচেলত্তির বিদায়ী ম্যাচ।

সারাবাংলা/জেটি

কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর