চট্টগ্রাম টেস্ট: জিম্বাবুয়েকে সকালে গুটিয়ে দিয়ে বিজয়-সাদমানের দাপট
২৯ এপ্রিল ২০২৫ ১২:২৯ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৪:৫৩
চট্টগ্রাম টেস্টে ৯ উইকেটে ২২৭ রানে কাল প্রথম দিন শেষ করেছিল জিম্বাবুয়ে। বাকি যে একটা উইকেটের অপেক্ষা ছিল বাংলাদেশের সেটা ঘুচেছে আজ সকাল সকালই। তারপর থেকেই বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম অনিক ও অনেকদিন পর দলে ডাক পাওয়া এনামুল হক বিজয়ের দাপট।
চট্টগ্রামের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা পুরোপুরি বাংলাদেশের। ২২৭ রানে দিন শুরু করা জিম্বাবুয়েকে সেই ২২৭ রানেই গুটিয়ে দিয়ে তারপর অবিচ্ছিন্ন ১০৫ রানের ওপেনিং জুটি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছেন সাদমান-বিজয়। টেস্টে এ নিয়ে তিন বছর পর ওপেনিংয়ে একশ রানের জুটি পেল বাংলাদেশ।
গতকাল দিনের শেষ সেশনে জিম্বাবুয়ানদের দিশেহারা করে দিয়েছিলেন তাইজুল ইসলাম। আজ সকাল সকাল জিম্বাবুয়ের বাকি উইকেটটাও গেছে তাইজুলের ঝুলিতেই। এ নিয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে তাইজুলের উইকেট সংখ্যা হলো ৬। প্রথম সেশনের বাকি সময়টা সাদমান ইসলাম আর এনামুল বিজয়ের।
প্রায় তিন বছর পর জাতীয় দলে ডাক পাওয়া বিজয় উইকেটে পরে থাকতে চেয়েছেন। অপর দিকে সাদমান ইসলাম নিয়মিত রান তুলেছেন। প্রথম সেশনের খেলা শেষ হওয়ার আগে ৬৬ রানে অপরাজিত সাদমান, বিজয় ৩৮ রানে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের দিনের প্রথম বলেই জিম্বাবুয়ের দশ নম্বর উইকেটটি তুলে নিয়েছেন তাইজুল। সব মিলিয়ে ২৭.১ ওভার বোলিং করে ৬০ রান খরচায় তাইজুলের এই ৬ উইকেট। নাঈম হাসান পেয়েছেন ২ উইকেট। অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিবের ঝুলিতে গেছে ১ উইকেট। বাকিটা রান আউট। সিলেট টেস্টের দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট পাওয়া মেহেদি হাসান মিরাজ চট্টগ্রামের প্রথম ইনিংস উইকেটশূন্য।
পরে নিজেদের প্রথম ইনিংস শুরু করতে নেমে দাপট দেখিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার। দীর্ঘদিন যাবত সব ফরম্যাটেই টপ অর্ডার ব্যাটিং বাংলাদেশের বড় সমস্যার নাম। তাই দীর্ঘদিন পর জাতীয় দলে ডাকা হয়েছে অভিজ্ঞ ওপেনার এনামুল হক বিজয়কে। বিজয়ের আগমনে ওপেনিং জুটি রানে ফিরল।
অনেকদিন পর জাতীয় দলে ফেরা বিজয় অবশ্য উইকেটে সময় নিয়ে এগুচ্ছেন। তবে সাদমান ইসলাম অনিক নিয়মিত রানও তুলেছেন ভালো মতো।
সাদমান ৯১ বল খেলে ১০টি চারের সাহায্যে ৬৬ রানে অপরাজিত। আর বিজয় ৬৫ বলে ৪টি চারে অপরাজিত ৩৮ রানে।
উল্লেখ্য, সিলেট টেস্টে হরেছে বাংলাদেশ। ফলে যোজন যোজন পিছিয়ে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার এড়াতে এই টেস্টে জিততেই হবে স্বাগতিকদের।
সারাবাংলা/এসএইচএস