Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যারিয়ার সেরা ইনিংস খেলে সাদমানের বিদায়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৫:০৫

টেস্টে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন সাদমান ইসলাম। ছবি- শ্যামল নন্দী

২২৭ রানে পিছিয়ে থেকে আজ (মঙ্গলবার) প্রথম ইনিংসে ব্যাট করতে নামা সাদমান ইসলাম-এনামুল হক বিজয়ের ওপেনিং জুটিতে ঘুচল আড়াই বছরের শংকা। ৩৩ ইনিংস পর ওপেনিং জুটিতে শতরান পেরোল বাংলাদেশের। চট্টগ্রামে ১১৮ রানের জুটি ভাঙে তিন বছর পর টেস্ট দলে ফেরা বিজয়ের বিদায়ে। বিজয় ফিরলেও সেঞ্চুরি পেয়েছেন সাদমান। ব্রায়ান বেনেটের বলে এলবিডব্লিউ হওয়ার আগে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিকে নিয়ে গেছেন ক্যারিয়ার সেরা ১২০ পর্যন্ত।

বিজ্ঞাপন

সেশনের শুরু থেকেই স্বচ্ছন্দে ব্যাট করে গেছেন সাদমান।  উইকেটের চারপাশে খেলেছেন শটস। অবশ্য জিম্বাবুয়ের বোলারদের নির্বিষ ছন্দের বোলিংও এখানে বিশাল ভূমিকা রেখেছে। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির জন্য সাদমানকে অপেক্ষা করতে হয়েছে ২৬ ইনিংস। অবশ্য এর আগে আগে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে সাত রানের জন্য সেঞ্চুরি পাননি। ৯৩ রানে বোল্ড হন বাঁহাতি এই ওপেনার।

প্রথম টেস্টে ১২ ও ৪ রান করা সাদমান এই টেস্টে ফিরলেন ভালোভাবেই। আজ বিজয় ফেরার পর মুমিনুল হকের সাথে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭৬ রান। এই জুটির পথেই দ্বিতীয় সেঞ্চুরি পান তিনি। প্রথম টেস্ট সেঞ্চুরির দেখাও জিম্বাবুয়ের বিপক্ষে পেয়েছিলেন তিনি। আজ থেমেছেন ব্রায়ান বেনেটের বলে লেগ বিফোর হয়ে। ১৬ চার ও এক ছক্কায় ১৮১ বলে ১২০ রান করে আউট হয়েছেন এই ওপেনার। সাদমানের আগে ফিরেছেন সিলেট টেস্টে জোড়া ফিফটি করা মুমিনুলও।

৩ উইকেটে ২০৫ রান তুলে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে আছে ২৫ রানে।

সারাবাংলা/জেটি

এনামুল হক বিজয় জিম্বাবুয়ের বাংলাদেশ সফর বাংলাদেশ ক্রিকেট দল মুমিনুল হক সাদমান ইসলাম অনিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর