‘১৫’ মিনিটের ফাইনাল, টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন কিংস
২৯ এপ্রিল ২০২৫ ১৭:১০ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৭:৩৬
আজকের দিনটা বিশেষ হতে পারত আবাহনী ক্লাবের জন্য। প্রায় একই সময়ে নিষ্পত্তি হওয়া দুটি ভিন্ন ম্যাচের একটিতে জিতে শিরোপা পেলেও অপরটিতে হেরে গেছে ক্লাবটি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেটে আবাহনীকে হারিয়ে ডিপিএলের ট্রফি নিয়েছে আবাহনী, আর ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফেডারেশন কাপে টাইব্রেকারে বসুন্ধরা কিংসের কাছে হেরে গেছে ৫-৩ ব্যবধানে। আবাহনীকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফেডারেশন কাপ জিতল কিংস, সব মিলিয়ে এটি তাদের চতুর্থ শিরোপা।
গত মঙ্গলবার একইমাঠে নির্ধারিত সময় শেষে ১-১ সমতায় ছিল দুই দল। মাঝের কালবৈশাখী ঝড়ে দিনের আলো থাকতে থাকতে খেলার নিষ্পত্তি হয়নি। অবশ্য দুই দল সমতায় থাকায় অতিরিক্ত সময়ের ১৫ মিনিট খেলা হয় সেদিন। কারণ ময়মনসিংহের এই মাঠে ফ্লাডলাইট না থাকায় খেলা চালিয়ে নেয়া সম্ভব হয়নি। টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নেয়, থেমে থাকা খেলা ঠিক সেখান থেকেই শুরু হবে। আজ বাকি ১৫ মিনিটের খেলাতেও সমতায় থাকে দুই দল।
টাইব্রেকারে গড়ায় ম্যাচ। আবাহনীর হয়ে তিন শটে গোল করেন রাফায়েল, মাহাদী খান ও মিরাজুল ইসলাম। অবশ্য দ্বিতীয় শট মিস করাতেই পিছিয়ে পড়ে ক্লাবটি। অন্য দিকে কিংসের জোনাথন, শেখ মোরসালিন, তপু বর্মন ও ইনসান টানা চার শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে রাখেন শিরোপা জয়ের রাস্তায়। কিংসের হয়ে শেষ শট নেন ড্যাসিয়েল, পোস্টের ডানদিকে জোরালো শটের পর নিশ্চিত হয়ে যায় তাদের ফেডারেশন কাপ শিরোপা।
এর আগে আবাহনীর চতুর্থ শটে হয় চরম নাটকীয়রা। তার নেয়া শট নিজের বামদিকে ঝাঁপিয়ে সেভ করে ফেলেন কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, কিন্তু শট নেয়ার আগেই শ্রাবণ গোল লাইন ছেড়ে বেরিয়ে আসাতে আবার শট নিতে হয় মিরাজুলকে। সেই সিদ্ধান্ত মানতে না পেরে ডাগ আউট ছেড়ে মাঠে ঢুকে যান কিংসের গোলকিপিং কোচ নুরুজ্জামান নয়ন। রেফারি সায়মন হাসান সানি তাকে হলুদ কার্ড দেখান।
মিরাজুল আবার শট নেন, সেই যাত্রায় অবশ্য সেটা আর ঠেকাতে পারেননি শ্রাবণ। এরপর অবশ্য ড্যাসিয়েলের শটে শিরোপা নিশ্চিত হয়ে যায় কিংসের। পাঁচ শটের পাঁচটিতে কিংসের লক্ষ্যভেদের জন্য আবাহনীর আর শেষ শট নেয়ার প্রয়োজন পড়েনি।
সারাবাংলা/জেটি