এবারের ডিপিএল যে কারণে মোসাদ্দেকের কাছে স্পেশাল
২৯ এপ্রিল ২০২৫ ১৯:৩০
২০১৩ সাল থেকে আবাহনীতে খেলছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ১৮ বছরের টগবগে সেই তরুণ অলরাউন্ডার আজ পরিণত এক ক্রিকেটার। এক যুগেরও বেশি সময় ধরে আবাহনীর প্রতিনিধিত্ব করে আসা মোসাদ্দেক আজ (মঙ্গলবার) মোহামেডানকে হারিয়ে জিতলেন নবম শিরোপা। ডিপিএলে টানা তৃতীয়, লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ষষ্ঠ আর সব মিলিয়ে দলকে ২৪-তম প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেয়ার পর মোসাদ্দেক বললেন, এবারের ডিপিএল ট্রফিটাই তার কাছে স্পেশাল।
আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অঘোষিত ফাইনালে মোহামেডানকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৪০ রান তোলে মোহামেডান। জবাবে ব্যাট করতে নেমে মোসাদ্দেকের দারুণ এক ইনিংসে ৯.২ ওভার হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয় আবাহনীর।
ডিপিএল ট্রফি নিয়ে দলের সাথে উদযাপনের পর মোসাদ্দেক এলেন সংবাদ সম্মেলনে। সেখানে দাঁড়িয়ে ফিরে গেলেন ১৩ বছর আগে। দীর্ঘ এই সময়ে দেখেছেন আবাহনীর উত্থান-পতন, হয়ে উঠেছেন ক্লাবটির ঘরের ছেলে। সেসব স্মৃতিচারণের সাথে জানালেন, কেন এবারের ডিপিএল ট্রফিটার মাহাত্ম্য তার কাছে আলাদা।
মোসাদ্দেক শুরুতে বলেন, ‘২০১৩ সালে আবাহনীতে জয়েন করেছিলাম স্পষ্ট মনে আছে। এই ১৩ বছরে (মোট) নয়টা শিরোপা জিতলাম। আমি চেষ্টা করেছিলাম আবাহনীতে থাকতে। সব কিছু মিলিয়ে এমন পরিস্থিতি ছিল যে, আমাদের দল বানানোটা কঠিন হয়ে যাচ্ছিল। ওই সময়ে আমার ওই ডেডিকেশন ছিল যে, আমি আবাহনীতেই খেলব। শেষ পর্যন্ত খেলতে পেরেছি, টিম ম্যানেজমেন্টকে খুবই ধন্যবাদ তারা আমাকে রাখতে পেরেছে, তারা সেই সাপোর্টটা আমাকে করেছে।’
আবাহনীর ঘরের ছেলে হয়ে ওঠা মোসাদ্দেক আরও অনেকগুলো বছর ক্লাবটির হয়ে খেলতে চান, ‘আমি আবাহনীর ঘরের ছেলে, সেটা শুনতে আমার কখনোই খারাপ লাগে না, ভালো লাগে। আরও অনেক দিন খেলতে চাই যদি সবকিছু ঠিকঠাক থাকে। বিগত বছরগুলোতে আমরা যে ধরনের টিম করতাম, সেখানকার প্লেয়ারদের নামগুলো দেখবেন। আর এই বিতর্ক নিয়ে যে কথাগুলো আসে, তার সাথে আমি একমত না। এখানে আপনারা মাঠ থেকে খেলা দেখেন, আপনারাই প্রমাণ। এগুলা কোনো ম্যাটার করে না।’
এবারের ডিপিএল স্পেশাল জানিয়ে এই অলরাউন্ডার আরও বলেন, ‘এটা অবশ্যই স্পেশাল কারণ, অনেককিছুই চেঞ্জ হয়েছে। অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের সামনে। আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার আমার কাছে।’
যদিও টুর্নামেন্টের শুরুতে মোসাদ্দেক বলেছিলেন, রেলিগেশন জোনে না পড়াটাই ছিল তাদের প্রাথমিক লক্ষ্য। সেখান থেকে টেবিল টপার হয়ে উঠেছে সুপার লিগে। আজ মৌসুমের শেষ দিন এসে জিতে গেল শিরোপাই, ‘আমি আজও বলেছি, প্রথমে আমাদের ওই টার্গেট ছিল যে, রেলিগেশন সেভ করতে চাই। তারপর আমরা যখন জিততে থাকি, তখন আমাদের এক্সপেক্টেশন বাড়তে থাকে। শেষ পর্যায়ে যখন চলে আসছি, তখন বিশ্বাস ছিল যে, আমরা চ্যাম্পিয়ন হতে পারব।’
সারাবাংলা/জেটি
আবাহনী ডিপিএল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মোসাদ্দেক হোসেন সৈকত মোহামেডান