Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ বিকেলের ছন্দপতনে সেঞ্চুরিয়ান সাদমানের আক্ষেপ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ২০:৫২

জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা হতে পারত পুরোপুরি বাংলাদেশের। জিম্বাবুয়েকে দিনের শুরুতে গুটিয়ে দিয়ে দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম অনিক দুর্দান্ত সূচনা এনে দিয়েছিলেন। সাদমান টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিই তুলে নিয়েছেন।

একটা সময় বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ২৫৯। সেই বাংলাদেশ শেষ বিকেলে টপাটপ উইকেট হারিয়ে দিন শেষ করেছে ৭ উইকেটে ২৯১ রানে। শেষ দিকের এই ছন্দপতনে মন খারাপ সাদমানের।

বিজ্ঞাপন

দিন শেষে অপরাজিত মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। এই দুজনের ওপর আস্থা রাখছেন সাদমান। এই দুজনে বাংলাদেশকে একশ’র বেশি লিড এনে দিতে পারবেন প্রত্যাশা সাদমানের। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের লিড আপাতত ৬৪।

মঙ্গলবার (২৯ এপ্রিল) চট্টগ্রামে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সাদমান বলছিলেন, ‘আমরা ভালো অবস্থায় ছিলাম। আমার কাছে মনে হয়, ৩টা উইকেট বেশি হয়ে গেছে। আমরা যদি ওই উইকেটগুলো না হারাতাম, ১০০–এর বেশি লিডে থাকতাম। আমরা একটা ভালো অবস্থানে ছিলাম, কিন্তু ওখান থেকে হয়তো আমরা একটু পিছিয়ে আছি।’

‘আমাদের মিরাজ আর তাইজুল ভাই আছে, অবশ্যই যদি ওরা ভালো একটা জুটি গড়ে, আরও ১০০-এর বেশি রান আসে, আমাদের জন্য ভালো। আশা করি, ভালো জুটি হলে আমরা খুব এগিয়ে থাকব।’-যোগ করেছেন সাদমান।

আজ ১২০ রানের ঝলমলে একটা ইনিংস খেলেছেন সাদমান। ২১ টেস্টের ক্যারিয়ারে সাদমানের এটা দ্বিতীয় সেঞ্চুরি। আজ ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ইতিবাচক ক্রিকেট খেলেছেন সাদমান। মারার বল পেলে ছেড়ে কথা বলেননি।

অনেকদিন পর জাতীয় দলে ডাক পাওয়া তার ওপেনিং সঙ্গী এনামুল হক বিজয় একদিকে দেখেশুনে খেলছিলেন। অপর দিকে দ্রুত রান তুলেছেন সাদমান।

বিজ্ঞাপন

এমন ব্যাটিং বিষয়ে সাদমান বলেন, ‘এমন কোনো (ইনটেন্ট) নিয়ে ব্যাটিং করি না। অবশ্যই সুযোগ এলে বাউন্ডারি মারার চেষ্টা করি। কখন কীভাবে খেলতে হয়, মাঠে বল যে রকম আসে, মেরিট অনুযায়ী খেলি।’

সারাবাংলা/এসএইচএস

সাদমান ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর