আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া হেড-টু-হেড
২৬ জুন ২০১৮ ১৭:০৬
।। স্পোর্টস ডেস্ক ।।
দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া আর্জেন্টিনাকে নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে। নয়তো রাশিয়া থেকে দেশের ফিরতি টিকিট কাটতে হবে। শুধু তাই নয়, ‘ডি‘ গ্রুপের অপর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে আইসল্যান্ড জয় পেলে মাথায় রাখতে হবে গোল ব্যবধান। এমন ম্যাচের আগে আলোচনায় আর্জেন্টিনা-নাইজেরিয়া হেড-টু-হেড ম্যাচ।
এইতো গত বছর নভেম্বরে নাইজেরিয়ার বিপক্ষে সর্বশেষ মোকাবেলায় উড়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু বিশ্বকাপের আসরে নাইজেরিয়ার বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড আর্জেন্টাইনদের। চার ম্যাচ খেলে চারটিতেই জিতেছিল তারা। চলতি বিশ্বকাপে দুই ম্যাচের একটিতে জিতেছে নাইজেরিয়া, কোনোটিতেই জয়ের দেখা নেই আর্জেন্টিনার। নাইজেরিয়া কোনো ম্যাচে ড্র না করলেও একটি ম্যাচ হেরেছে। আর আর্জেন্টিনা একটি করে ম্যাচ ড্র আর পরাজয় মেনে নিয়েছে। নাইজেরিয়ার দুই ম্যাচে গোল করেছে দুটি, হজম করেছে দুটি। আর আর্জেন্টিনা দুই ম্যাচে গোল করেছে একটি আর হজম করেছে চারটি।
নাইজেরিয়ার প্রতিপক্ষের জালে ১৯টি শট করলেও আর্জেন্টিনা করেছে ২৩টি শট। তার মধ্যে দুটি বড় সুযোগ পেয়েছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দুই ম্যাচে নাইজেরিয়া যেখানে ৮৯৭টি পাস সম্পন্ন করেছে (৭৯ শতাংশ) সেখানে আর্জেন্টিনা সম্পন্ন করেছে ১ হাজার ২৫২টি পাস (৮৫.৫ শতাংশ)। নাইজেরিয়া দুটি ম্যাচে ফাউল করেছে ২৫টি আর আর্জেন্টিনা করেছে ২৬টি।
এ তো গেল চলতি বিশ্বকাপের কথা। এই দুই দল মুখোমুখি হয়েছিল মোট আটবার। যেখানে পাঁচবারই জিতেছিল আর্জেন্টিনা, দুইবার হেরেছিল। বাকি ম্যাচটি ড্র হয়। তাতে আর্জেন্টিনা ১৩টি গোল করলেও নাইজেরিয়া করেছিল ১২টি গোল।
চলুন দেখে নেওয়া যাক দুই দলের হেড-টু-হেড লড়াই:
১৯৯৪, ২৫ জুন: আর্জেন্টিনা ২-১ নাইজেরিয়া (বিশ্বকাপ আসর)
১৯৯৫, ১০ জানুয়ারি: আর্জেন্টিনা ০-০ নাইজেরিয়া (কনফেডারেশন কাপ)
২০০২, ২ জুন: আর্জেন্টিনা ১-০ নাইজেরিয়া (বিশ্বকাপ আসর)
২০১০, ১২ জুন: আর্জেন্টিনা ১-০ নাইজেরিয়া (বিশ্বকাপ আসর)
২০১১, ১ জুন: আর্জেন্টিনা ১-৪ নাইজেরিয়া (প্রীতি ম্যাচ)
২০১১, ৬ সেপ্টেম্বর: আর্জেন্টিনা ৩-১ নাইজেরিয়া (প্রীতি ম্যাচ)
২০১৪, ২৫ জুন: আর্জেন্টিনা ৩-২ নাইজেরিয়া (বিশ্বকাপ আসর)
২০১৭, ১৪ নভেম্বর: আর্জেন্টিনা ২-৪ নাইজেরিয়া (প্রীতি ম্যাচ)
কখন ও কোথায় শুরু?
২০১৮, ২৬ জুন: বাংলাদেশ সময় রাত ১২টা, সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম, রাশিয়া।
২০০২, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বেই নাইজেরিয়ার মোকাবেলা করেছে আর্জেন্টিনা। এবার বিশ্বকাপের আসরে চতুর্থবার গ্রুপ পর্বে লড়তে যাচ্ছে এই দুই দল। তবে, এর আগে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও কমপক্ষে একটি জয় নিয়েই ফিরেছে আর্জেন্টিনা। সর্বশেষ ২০০২ সালে গ্রুপ পর্ব পার হতে পারেনি আর্জেন্টিনা। সেবারও গ্রুপ পর্বে ছিল নাইজেরিয়া। তাদের বিপক্ষে অবশ্য জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা।
সারাবাংলা/এমআরপি