জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েও ‘খুশি নয়’ বাংলাদেশ অধিনায়ক
৩০ এপ্রিল ২০২৫ ২২:৫৭ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২৩:০৩
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। তবে চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ানদের স্রেফ উড়িয়ে দিল নাজমুল হোসেন শান্তর দল। তিন দিনেই সফরকারীদের ইনিংস ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এমন দাপুটে জয়ের পরও খুশি নন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শান্তর আক্ষেপের জায়গা অনেকগুলো। সিলেটে প্রথম টেস্টে ওভাবে হারতে হলো সেটা মন খারাপের এক কারণ। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪৪৪ রান তুলেছে বাংলাদেশ। সেঞ্চুরি করেছেন সাদমান ইসলাম অনিক ও মেহেদি হাসান মিরাজ। এছাড়া মুশফিকুর রহিম, মুমিনুল হক, এনামুল হক বিজয় ও শান্ত নিজেও রান পেয়েছেন। তবে উইকেটে সেট হয়েও বড় ইনিংস খেলতে পরেননি সেট ব্যাটাররা। সেটা শান্তর দ্বিতীয় মন খারাপের বিষয়।
ম্যাচ শেষে শান্ত বলছিলেন, ‘সত্যি বলতে, আমি খুব বেশি খুশি নই, যদি আপনি দুই ম্যাচের কথা বলেন। আরও ভালো ক্রিকেট খেলা উচিত ছিল, সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। ওইভাবে চিন্তা করলে আমরা প্রথম ম্যাচটায় মোটেও ভালো খেলতে পারিনি। এই ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি।’
ব্যাটিং ইনিংস নিয়ে শান্ত বলছিলেন, ‘অধিনায়ক হিসেবে স্কোরবোর্ড কখনো আমি এ রকম চাই না। যদি এ রকম না হয়ে, দুজন রান না করে সাদমান ২০০, আমি ১০০, মুশফিক ভাই ১৫০ করতেন তাহলে আরও বেশি খুশি হতাম।’
‘সবাই ৪০, ৪০ করার চেয়ে দুইটা বড় ইনিংস হলে বেশি খুশি হতাম। এটা (ছোট ছোট ইনিংস) ভালো দিক না ব্যাটিং ইউনিটের জন্য। এখান থেকে আত্মবিশ্বাস পাওয়ার কিছু নেই। থিতু হওয়ার পর সহজ আউট। আমি চাই শ্রীলঙ্কায় যেন এ রকম না হয়। যে সেট হবে সে যেন ১৫০, ২০০ রান করে।’- যোগ করেছেন বাংলাদেশ অধিনায়ক।
তবে কিছু কিছু বিষয় অধিনায়ককে খুশিও করেছে। তাইজুল ইসলাম সিলেট টেস্টে বিবর্ণ ছিলেন। চট্টগ্রামে দুর্দান্তভাবে ক্যামব্যাক করেছেন। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৯ উইকেট। ওপেনিং জুটি নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিল বাংলাদেশ। এনামুল হক বিজয় এসে সেই ওপেনিং জুটিতে রান উঠেছে।
প্রায় তিন বছর পর টেস্টে ওপেনিং জুটিতে শতরান তুলতে পেরেছে বাংলাদেশ। সাদমান ইসলাম অনিক সেঞ্চুরি করেছেন। এনামুল হক বিজয়ও ভালো ব্যাটিং করেছেন।
শান্তর কাছে এসব ইতিবাচক, ‘তাইজুল ভাই যেভাবে কামব্যাক করেছেন, ওপেনিং জুটি, সাদমানের ভালো একটা এক শ, বিজয় (এনামুল) এত দিন পর দলে এসে সুন্দর ব্যাটিং করেছে। দুর্ভাগ্যবশত আউট হয়েছে, রানটা বড় হয়নি। ওপেনিংয়ের বিষয়টা ভালো লেগেছে।’
সারাবাংলা/এসএইচএস