পাসপোর্টের কাজ সম্পন্ন, জাতীয় দলের আরও কাছে সামিত
৩ মে ২০২৫ ১২:৪৪
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। গতকাল (শুক্রবার) টরন্টোতে বাংলাদেশি কনস্যুলেটে তিনি পাসপোর্টের আবেদন করেছেন। বায়োমেট্রিকসহ পাসপোর্ট সম্পর্কিত আনুষঙ্গিক সকল কার্যক্রমই শেষ করেছেন তিনি। কাজেই জাতীয় দলের লাল-সবুজ জার্সিতে তার খেলার সম্ভাবনা বেড়ে গেল আরও।
এর আগে বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার প্রাথমিক শর্ত, জন্ম নিবন্ধনের কাজটাও শেষ করেছেন সামিত। সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্রও পেয়ে গেছেন তিনি বৃহস্পতিবার। এখন বাকি আছে কেবল ফিফার ।প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির চূড়ান্ত অনুমোদন। সেই ছাড়পত্র পেলেই বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার।
সামিতের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে, তার জন্ম নিবন্ধন, পাসপোর্ট তৈরিসহ গোটা প্রক্রিয়ার যাবতীয় সবকিছুর দেখভাল করছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। বৃহস্পতিবার সামিতের অনাপত্তিপত্র পাওয়া নিয়ে তিনি বলেন, ‘সকালে আমরা কানাডা ফুটবল ফেডারেশনের চিঠি পেয়েছি। সামিত কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচে কত মিনিট, কোন প্রতিপক্ষের সঙ্গে খেলেছেন এর সম্পূর্ণ বিবরণ রয়েছে। আগামীকাল সামিতের পাসপোর্টের জন্য আবেদন করার কথা। পাসপোর্ট হওয়ার পর আমরা ফিফায় আবেদন করব। ১০ জুন ঢাকায় ম্যাচ খেলানোর জন্য বাফুফে সর্বাত্মক চেষ্টা করছে।’
সারাবাংলা/জেটি