Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবায় চ্যাম্পিয়ন মিনহাজরা


১৭ জানুয়ারি ২০১৯ ১৯:০৪

।। স্পোর্টস ডেস্ক ।।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনের সিজেকেএস-জাহিদ এন্ড ব্রাদার্স প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ ২০১৮-১৯ এ বাকলিয়া একাদশ অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। বাকলিয়া একাদশ ৭ খেলায় পূর্ণ ১৪ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে।

বাকলিয়া একাদশের পক্ষে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক, ফজলে নূর বাপ্পী ও মাইনুদ্দিন আহমেদ।

গতবারের চ্যাম্পিয়ন কোয়ালিটি স্পোর্টস ক্লাব রানার্স-আপ হয়েছে। কোয়ালিটি স্পোর্টস ক্লাব ১১ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে। কোয়ালিটি স্পোর্টস ক্লাবের পক্ষে অংশগ্রহণ করেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, রাকিবুল ইসলাম সাচ্চু, সামসুল হক ও আহমেদ হোসেন মজুমদার।

এছাড়া, ৯ পয়েন্ট নিয়ে ফ্রেন্ডস ক্লাব তৃতীয় স্থান লাভ করে। অন্যান্য স্থান গুলো হচ্ছে চতুর্থ-চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমিতি পয়েন্ট-৮, পঞ্চম-লিটল ব্রাদার্স পয়েন্ট-৭, ষষ্ঠ-পিডিবি রিক্রেয়েশন ক্লাব পয়েন্ট-৪, সপ্তম-বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা পয়েন্ট-২ এবং অষ্টম-আগ্রাবাদ কমরেড ক্লাব পয়েন্ট-১।

এদিকে, সিজেকেএস-জাহিদ ব্রাদার্স প্রথম বিভাগ দাবা লিগ ২০১৮-১৯ এ বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স পূর্ণ ১৪ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। পাঁচলাইশ যুব সংঘ ১১ পয়েন্ট নিয়ে রানার্স-আপ ও আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়।

এই আসরে প্রিমিয়ার ডিভিশনে ৮টি ও প্রথম বিভাগে ১৬টি দল অংশগ্রহণ করে। রেলওয়ে রেঞ্জার্স ও পাঁচলাইশ যুব প্রিমিয়ার ডিভিশনে উন্নীত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর