Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলিগেন্ট স্ট্যান্ডার্ডে চ্যাম্পিয়ন ইয়াসিন


২০ জুলাই ২০১৯ ১৮:৫৯

দীর্ঘ বিরতি শেষে অনুষ্ঠিত হয়ে গেল এলিগেন্ট উত্তরা ১৪তম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং টুর্নামেন্ট। প্রতিবারের মতো এবারো দাবাড়ুদের পদচারণায় মুখরিত ছিল এলিগেন্ট উত্তরা প্রাঙ্গন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ইয়াসিন আরাফাত। রানার আপ হয়েছেন মো. আনোয়ার হোসেন দুলাল। তৃতীয় থেকে পঞ্চম স্থান অধিকার করেন যথাক্রমে মো. আব্দুর রউফ, মো. সাইফুর রহমান এবং মো. রাজিব হাসান।

অনূর্ধ্ব-১৬ সেরা বালক নির্বাচিত হয়েছেন আজহের হোসাইন এবং সেরা বালিকা হন তাসনিয়া তারান্নুম অর্পা। অনূর্ধ্ব -১০ সেরা বালক নির্বাচিত হয়েছেন সাতভিক সাহা এবং সেরা বালিকা হন আজিজা তাহসিন ফাতিমা।

এছাড়া, বেস্ট উইম্যান খেলোয়াড় নির্বাচিত হন আফরোজা হক চৌধুরী। বেস্ট নন-রেটেড খেলোয়াড় হন মোহাম্মদ আসাদুজ্জামান।

সারাবাংলা/এমআরপি

এলিগেন্ট ১৪তম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং দাবাং

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর