Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫তম স্ট্যান্ডার্ডে চ্যাম্পিয়ন অভিক


৭ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০৪

দাবাড়ুদের সুপ্ত নৈপুণ্য প্রকাশের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি। আগের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়ে গেল ১৫তম এলিগেন্ট উত্তরা ফিদে স্ট্যান্ডার্ড রেটিং টুর্নামেন্ট।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সাবেক জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়ন অভিক সরকার। রানার আপ হয়েছেন মো. নেসার উদ্দীন। তৃতীয় থেকে পঞ্চম স্থান অধিকার করেন যথাক্রমে জুয়েল খান, গোলাম সারোয়ার এবং সারোয়ার হোসেন উল্লাস।

বিজ্ঞাপন

এদিকে, বেস্ট উইমেন খেলোয়াড় নির্বাচিত হন তাসনিয়া তারান্নুম অর্পা। বেস্ট নন-রেটেড খেলোয়াড় হন নিলয় সরকার। সভাপতিত্ব করেন এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা মলি।

এলিগেন্টের পরবর্তী কর্মসূচি এলিগেন্ট উত্তরা অনূর্ধ্ব-১৬ ফিদে স্ট্যান্ডার্ড রেটিং টুর্নামেন্ট। অনুষ্ঠিত হবে ২০ এবং ২১ সেপ্টেম্বর।

উত্তরা ফিদে রেটিং টুর্নামেন্ট এলিগেন্ট