কিছু করার মুরদ নেই কথা বলায় পটু, চিনে রাখুন উনারা সবাই খাম্বাওয়ালার ঘেটু। এখন তো ভাই বিদ্যুৎ পাই লোডশেডিংও আছে, উনারা শুধু খাম্বা দিয়েই তিরিং বিরিং নাচে। কত প্রোজেক্ট টেবিলেই শেষ ‘পামু কোথায় মানি’ দেশজুড়ে …
আমার টাকায় আমার সেতু আনন্দ তো আমারই তোরা যারা জ্বলিস-পুড়িস বলছি তোদের সামারি- একাত্তরে আমরা যখন অস্ত্র হাতে ময়দানে, তোরা তখন ‘জিন্দাবাদে’ চালায় তোদের শয়তানে। পঁচাত্তরে পিতার শোকে আমরা যখন মুহ্যমান, তোরা তখন কণ্ঠে নিলি …