বিজ্ঞাপন

ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্নে হচ্ছে: রেলমন্ত্রী

June 13, 2018 | 5:10 pm

।। সিনিয়ির করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী ‍মুজিবুল হক। বুধবার (১৩ জুন) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রেলমন্ত্রী বলেন, এবার রেলে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই যাত্রীদের ভোগান্তি হচ্ছে না।

রেলমন্ত্রী বলেন, স্পেশাল সার্ভিসসহ ট্রেনের সবগুলো সার্ভিসই এখন যাত্রীদের জন্য নির্বিঘ্ন হয়েছে। প্রতিদিন প্রায় তিন লাখ যাত্রী সারাদেশে ট্রেনে যাতায়াত করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

টিকেট কালোবাজারি হয়নি দাবি করে তিনি আরো বলেন, এবার অনলাইনে টিকেটসহ কাউন্টারের টিকেট ব্যবস্থাপনায় কর্তৃপক্ষ কঠোর ছিলো। ফলে টিকেট নিয়ে বাণিজ্য হয়নি।

বিজ্ঞাপন

উত্তরবঙ্গ গামী লালমনি এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি, এসি সার্ভিস বন্ধ এবং শিডিউল বিপর্যয় হয়েছে এমন এক প্রশ্নে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, যাদের গাফিলতির কারনে লালমনি এক্সপ্রেসের এ অবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রেলমন্ত্রী প্লাটফর্ম ছাড়ার অপেক্ষায় থাকা তিনটি ট্রেন পরিদর্শণ করেন। এসময় মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন