বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনা নিয়ে প্রকাশিত রিপোর্ট মনগড়া: সেতুমন্ত্রী

July 10, 2018 | 5:44 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে গণমাধ্যম ও বিভিন্ন এজেন্সির প্রকাশিত প্রতিবেদনগুলোকে ‘মনগড়া’ বলে অভিহিত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘গত ২০ বছরে ১০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়নি। পত্রিকা কিংবা অন্যসব এজেন্সির যে রিপোর্ট প্রকাশিত হচ্ছে বা হয়েছে, তা মনগড়া।’

মঙ্গলবার (১০ জুলাই) জাতীয় সংসদে সংসদ সদস্য সেলিম উদ্দিন সেলিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিজ্ঞাপন

অধিবেশনে সংসদ সদস্য সেলিম উদ্দিন সেলিম সম্পূরক প্রশ্নে মন্ত্রীর কাছে জানতে চান, বছরে ১০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়। সড়ক র্দুঘটনা রোধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা। ঢাকা-সিলেট চার লেন মহাসড়কের কাজ কবে শুরু হবে, তাও জানতে চান তিনি।

এ প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, সংসদে আসার পথে দেখলাম একটি মেয়ে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে। বাচ্চারা সড়কে ফুটবল খেলছে। হঠাৎ যদি তারা গাড়ির নিচে পড়ে, সে জন্য গাড়িচালককে দায়ী করা যাবে? সড়ক দুর্ঘটনা শুধু বেপরোয়া গাড়িচালকের জন্য হয় না। বেপরোয়া পথচারীর কারণেও সড়ক দুর্ঘটনা ঘটছে।

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের আরেক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্তসংখ্যক ড্রাইভিং স্কুল ও ইনস্ট্রাক্টর না থাকায় প্রয়োজনীয়সংখ্যক দক্ষ গাড়িচালক তৈরি হচ্ছে না। তবে সড়ক দুর্ঘটনা কমাতে দক্ষ ও মানবিক গুণসম্পন্ন পেশাদার গাড়িচালক তৈরিতে পেশাজীবী গাড়িচালকদের স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পেশাজীবী গাড়িচালকদের লাইসেন্স নবায়ন করার সময় দু’দিন মেয়াদি এ প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞাপন

সংসদে সেতুমন্ত্রী বলেন, এ বছরের ৩০ জুন পর্যন্ত দেশে রেজিস্ট্রেশন পাওয়া মোট যানবাহনের সংখ্যা ৩৪ লাখ ৯৮ হাজার ৬২০টি। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা ২২ লাখ ৬ হাজার ১৫৫। অন্যদিকে, দেশে ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত চালক রয়েছে ১৮ লাখ ৬৯ হাজার ৮১৬ জন। ওবায়দুল কাদের বলেন, দক্ষ গাড়িচালক তৈরি করতে বিআরটিএ যথাযথ পদ্ধতিতে ধারাবাহিকভাবে ড্রাইভিং ইন্সট্রাক্টর ও ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল রেজিস্ট্রেশন দিচ্ছে। ২০১৮ সনের জুন মাসে ১২৩টি ড্রাইভিং স্কুলকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে এবং ১৭৯ জনকে ড্রাইভিং ইনস্ট্রাক্টর হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, জাল ও ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারী গাড়িচালক, যান্ত্রিক ত্রুটিপূর্ণ, রঙচটা-ফিটনেসবিহীন গাড়ি এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। এসব অনিয়মের বিরুদ্ধে বিআরটিএ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

শিগগিরই ঢাকা-সিলেট চার লেন সড়ক প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন