Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস


১৯ নভেম্বর ২০১৮ ২৩:৫৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর বলছে, মঙ্গলবারও সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. মুজিবুর রহমান সারাবাংলাকে বলেন, সোমবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই মৌসুমে এখন পর্যন্ত এটি ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অফিস আরও বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ রূপে অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হতে পারে।

খুলনা, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগে রাতের তাপমাত্রা সামানমাত্রায় বাড়তে পারে। তবে দেশের অন্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সারাবাংলা/এটি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর