Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রেন টিউমারের কথা ‘গায়েবি আওয়াজে’ শুনেছেন যিনি!


২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫৯

স্পেনে এক নারী হঠাৎ ডাক্তারদের জানান তিনি গায়েবি আওয়াজ শুনেছেন। ওই কণ্ঠস্বরটি বলেছে তার মস্তিকে টিউমার হয়েছে। চিকিৎসকরা ভালোভাবে সে নারীর সঙ্গে কথা বললেন। বুঝলেন আর যাইহোক ইনি মস্তিষ্ক বিকৃত নন।

পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা তো তাজ্জব বনে যান। এমআরএই মেশিনের মাধ্যমে জানা যায় ওই নারীর মস্তিষ্কে সত্যিই টিউমার জন্মেছে ও তা বড় হচ্ছে। সে নারী দাবি করেন গায়েবি কণ্ঠস্বরের মাধ্যমে ‘ঈশ্বর’ই তাকে এ কথা বলেছে। খবর মেট্রো ইউকের।

২০১৭ সালের দিকে এ ঘটনা আলোচনার ঝড় তুলে। সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব বার্লিনের গবেষকদের নজরে আসেন সে নারী।

নিউরোসায়েন্সের অধ্যাপক সেবাস্তিয়ান ওয়াল্টার বলেন, মস্তিষ্কের যে অংশটি কথা অনুধাবন করতে পারে সেখানেই টিউমারটি বড় হচ্ছে। সে কারণেই তার এমন মনে হচ্ছিল।

আর এটি হচ্ছে থ্যালামাস। সিজোফ্রেনিয়ায় ভোগা রোগীদের লক্ষণও এই অংশটিতে প্রকাশ পায়। তাই গবেষকদের মতে, ওই নারীর ঘটনাটি সিজোফ্রেনিয়া রোগীদের বুঝতে সাহায্য করবে।

গায়েবি আওয়াজ ব্রেন টিউমার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর