Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবিউল কমলের ছোটদের গল্প ‘তুতু’

রবিউল কমল
১২ এপ্রিল ২০২৩ ১৭:০৫

‘তোয়া!’

তোয়া অবাক হয়ে তাকাল।

কাকলি ম্যাম তার দিকে তাকিয়ে আছেন। ম্যাম চিৎকার করে বললেন, ‘এই নিয়ে তৃতীয়বার আমি তোমাকে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখলাম। পরেরবার যখন এমন করবে, আমি তোমাকে ক্লাস থেকে বের করে দেব। ’

তোয়া আস্তে আস্তে মাথা নাড়ল। নানি তাকে ছেড়ে যাওয়ার পর থেকে সে সবকিছুতেই অমনোযোগী। না, রহিমা তার আসল নানি ছিল না। সে ছিলে তাদের বাড়ির রাঁধুনি। তার নাম রহিমা বেগম। তোয়া তাকে নানি বলে ডাকত। নানি অনেক বছর ধরে তোয়াদের বাড়িতে ছিল।

নানি শুধু রাঁধুনি ছিল না, তোয়ার সবচেয়ে ভালো বন্ধুও ছিল। প্রতিদিন ওকে স্কুলে দিয়ে আসত, আবার নিয়ে আসত। ওর সঙ্গে ক্রিকেট খেলত, গোসল করাত, মজার মজার খাবার তৈরি করত। আর রাতে ঘুমানোর সময় গল্প শোনাত।

ওরা একসঙ্গে কার্টুন দেখত। বৃষ্টিতে ভিজত। আবার একসঙ্গে বোকার মতো গান গাইত। নানির গানের গলা একদম ভালো ছিল না, তোয়ারও তাই। তবুও ওরা বেসুরো গলায় চিৎকার করে গান গাইত। একবার ওদের গান শুনে খুব রেগে যান পাশের বাড়ির জয়া আন্টি। শুধু কী তাই, জয়া আন্টি তোয়ার মায়ের কাছে অভিযোগও করেছিলেন।

নানি অনেক লম্বা ছিল, আরও বয়স ছিল ষাট বছরের বেশি। মাথার লম্বা চুলগুলো সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল।

গ্রীষ্মকালে নানি তোয়াকে বাগানে নিয়ে যেত। আমগাছের নিচে দাঁড়িয়ে তোয়াকে কাঁধে তুলে নিত। তোয়া তখন হাত দিয়ে গাছ থেকে ছোট ছোট সবুজ আম পাড়ত। তারপর একসঙ্গে লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মজা করে খেত।

নানি তোয়ার সব বান্ধবীর কাছেও প্রিয় ছিল। তোয়ার জন্মদিনে নানি পুরো বাড়িটি সাজাত। আর তোয়ার পছন্দের চকোলেট কেক বানাত।

হঠাৎ একদিন সকালে নানি চলে গেল। বাবা তাকে বলেছিল, নানু আকাশে চলে গেছে। আর কখনো ফিরে আসবে না।

তারপর একমাস পেরিয়ে গেছে। তোয়া এখনও স্বাভাবিক হতে পারেনি। নানির কথা ভেবে ডুকওে ডুকরে কাঁদে। কিন্তু, নানি ফিরে আসেনি।

একদিন, তোয়া ঘুমাচ্ছিল। তখন সে তার নাকের ওপর কোমল ও শীতল কিছুর স্পর্শ অনুভব করল। তাহলে কী নানি তাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে? সে চোখ খুলে লাফ দিয়ে উঠল। তার সামনে বাদামি রঙের একটি কুকুরছানা দাঁড়িয়ে আছে। তোয়ার দেখা সবচেয়ে সুন্দর কুকুরছানা। ও জিহ্বা, কোমর এবং লেজ দোলাচ্ছে। তোয়ার বাবা-মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল।

‘এটি কি আমার জন্য?’

‘হ্যাঁ। এটি তোমার’ মা বলল।

‘তোমাকে এর যত্ন নিতে হবে’ তার বাবা যোগ করল।

‘অবশ্যই’ তোয়া চিৎকার করে কুকুরছানাকে কোলে তুলে নিয়ে বাইরে বেরিয়ে গেল।

শিগগির নতুন অতিথির সামনে দুধে ভরা বাটি রাখা হলো। ও আবারও জিহ্বা এবং লেজ নাচাচ্ছে। দুধ খেয়ে সে কয়েকবার ঘরটি ঘুরল। তারপর তোয়ার বালিশের পাশে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই নাক ডাকার শব্দে ঘর ভরে গেল। সবাই হাসতে শুরু করল।

‘আমরা তাকে কী নামে ডাকব?’

‘নানি!’তোয়া উত্তর দিল।

‘না, তোয়া। কুকুরকে নানি বলা যায় না। নানি ছিল আমাদের পরিবার।’

‘বাবা, আমাদের নতুন নানিও আমাদের পরিবার। সে আমার জুনিয়র বন্ধু।’

তোয়ার বাবা-মা একে অপরের দিকে তাকাল।

বাবা তোয়ার পিঠ চাপড়ে বলল, ‘ঠিক আছে, আমরা তাকে তুতু বলে ডাকব।’

তোয়া বলল, ‘ঠিক আছে, বাবা।’

তুতু ধীরে ধীরে তোয়ার কাছের বন্ধু হয়ে উঠল। তোয়া তাকে স্কুলে যাওয়া ছাড়া সব জায়গায় নিয়ে যেত। সে তাকে খাওয়াত, গোসল করাত, হাঁটতে নিয়ে যেত, তার সঙ্গে খেলত, এমনকি রাতে গল্পও শোনাত। তোয়া যখন তুতু বলে ডাকত তখন সে লেজ নাচাত।

এভাবে এক বছর কেটে গেছে। তুতু এখন আর ছোট নেই। সে এখন তোয়াকে পিঠে বহন করতে পারে। ঠিক যেমনটি নানি করত।

বৈশাখী আয়োজনের আরও গল্প পড়তে: 

মাসুম মাহমুদের গল্প ‘পরস্পর বোঝাপড়া’

জুঁই মনি দাশের গল্প ‘নীহারিকার বানপ্রস্থ’

জহিরুল ইসলামের গল্প ‘একজন হোসেন আলী’

রয় অঞ্জনের গল্প ‘বিজিতের বিজয়রথ’

অর্ণব সান্যালের গল্প ‘জানালায় পরকীয়া’

রোখসানা ইয়াসমিন মণির গল্প ‘দূরত্বের জলে রঙিন ফুল’

শ্যামল নাথের গল্প ‘কাদামাটির আঙুল’

গৌতম বিশ্বাসের গল্প ‘নতুন জীবন’

সারাবাংলা/এসবিডিই

গল্প-উপন্যাস বৈশাখী আয়োজন বৈশাখী আয়োজন ১৪৩০ রবিউল কমল রবিউল কমলের ছোটদের গল্প ‘তুতু’ সাহিত্য


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর