Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাত্রিশুমারির ছায়া


২৬ এপ্রিল ২০২৩ ১৪:১৬

খুব দূরে থেকে যে রাতকে সনাক্ত করা যায়, মূলত সেটাই মানুষের পাঁজরের
দক্ষিণপ্রান্ত। আর উত্তরপ্রান্তের যে গল্প আমরা গ্রন্থপাঠ থেকে জানি- তা কথা
চালাচালির বিকল্প উপাখ্যান। সবাই বলতে পারে, শোনার প্রাণের বড় অভাব।
এই প্রশ্বাসের মাঝেই রাত্রিগুলো খুঁজেছিল জগতের অনন্তশুমারি। কিছু নক্ষত্র
সেই মধ্যরাতের গভীরেই নিখোঁজ হয়ে গিয়েছিল।

হারিয়ে যাওয়া বেদনা, কোনো নদীতেই আর ঢেউ হয়ে ভাসতে পারে না। স্থির
মাঘের পড়ন্ত বেলায় একা বসে যে বাউল পৃথিবীকে শোনায় তার জীবনের
শেষ গান- এর সুরও লিখিত হয়েছিল অনেক আগে, অন্য কোনো শুমারির
ছায়ারাজ্যে। গণনার নামে মাটিও একদিন তাকিয়েছিল, নিজের হস্তরেখার দিকে।
প্রকৃত কোনো গোলকের দেখা পেয়েছিল কী-না, তা ইতিহাসে আজও অজানা!

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই

ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা ফকির ইলিয়াস ফকির ইলিয়াসের কবিতা 'রাত্রিশুমারির ছায়া' রাত্রিশুমারির ছায়া সাহিত্য

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর