আগামী মাসে থাইল্যান্ডে সাফ ফুটসালে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী ফুটসলা দল। এদিকে, নারী দলের জন্য দুই ইরানি কোচ নিয়োগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুজনই ইতোমধ্যে এসে দলের অনুশীলনে যোগ দিয়েছেন। দুই কোচের একজন মিত্রা চিনসারি সহকারী কোচ হিসেবে কাজ করবেন। আর অপরজন মাহানাজ আশতে গোলরক্ষক কোচ […]
২৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৫২