Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৫:৩০ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৫:৫৮

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে আয়েশা আক্তার (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার মুগুয়ারচর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আয়েশা আক্তার মুগুয়ারচর গ্রামের কুদ্দুস আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান আয়েশা আক্তার। এসময় ঝড়- বৃষ্টি শুরু হলে তিনি দ্রুত তার বসতভিটায় যাওয়ার পথে বাড়ির আঙ্গিনায় বজ্রপাতে তার মৃত্যু হয়।

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, গোসল শেষে বাড়ি ফেরার সময় বজ্রপাতে আয়েশা আক্তার নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর