ঢাকা: পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি দিতে গিয়ে অসাবধানতাবসত আহত হয়ে তিন দিনেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ৯৪২ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৩২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৯ জুন) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (নিটোর) জরুরি বিভাগের চিকিৎসক কনসাল্টেন্ট ডা. রিপন ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঈদের আগের দিন পশু কেনার সময় লাথিতে আহত হয়ে ও ঈদের দিন এবং ঈদের পরদিন পশু কোরবানি দিতে গিয়ে আহত হয়ে মোট চিকিৎসা নিতে এসেছেন ৯৪২ জন। এর মধ্যে জরুরি অপারেশন লেগেছে ২৬৪ জনের। আর এই তিন দিনে হাসপাতালে ভর্তি আছেন ৩২৪ জন এবং হাসপাতাল ছেড়েছেন ৬১৮ জন।
রিপন ঘোষ জানান, কোরবানির দিনে চিকিৎসা নিতে এসেছেন ৩২৫ জন। এদের মধ্যে জরুরি অপারেশন লেগেছে ১০২ জনের, তাদের সবাইকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ঈদের দ্বিতীয় দিন রোববার আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ৩০১ জন। এর মধ্যে জরুরি অপারেশন লেগেছে ৮৩ জনের, ভর্তি ১১৭ জন। এছাড়া, ঈদের আগের দিন পশু কিনতে গিয়ে লাথিতে হাত-পা ভাঙা রোগী এসেছেন ৩১৬ জন। এর মধ্যে জরুরি অপারেশন লেগেছে ৭৯ জনের এবং হাসপাতালে ভর্তি ৮৫ জন।
তিনি বলেন, ‘অধিকাংশ রোগী পশু জবাই করতে গিয়ে আহত হয়েছেন। যাদের অপারেশন লাগেনি এবং গুরুতর আহত না তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি।’