Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাব বিশ্বকাপ ২০২৫
অ্যাটলেটিকোর জালে পিএসজির এক হালি গোল

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৫ ০৯:২৭

অ্যাটলেটিকোকে বিধ্বস্ত করে টুর্নামেন্ট শুরু পিএসজির

নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন তারা। ট্রেবল জিতে উড়তে থাকা পিএসজি প্রথমবার খেলতে গিয়েছে ক্লাব বিশ্বকাপে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।

গ্রুপ বি এর প্রথম ম্যাচে রোজ বোল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পিএসজি ও অ্যাটলেটিকো। গ্রুপ পর্বের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ হিসেবেই ধরা হচ্ছিল এটিকে। তবে সেই আশায় গুড়েবালি।

দলের সেরা ফুটবলার উসমান ডেম্বেলেকে ছাড়াই মাঠে নেমেছিল পিএসজি। তার অভাবটা অবশ্য বুঝতেই দেননি অন্যরা। ১৯ মিনিটে পিএসজিকে লিড এনে দেন ফ্যাবিয়ান লুইজ। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে ভিতিনহার গোলে লিড বাড়ায় পিএসজি। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রেখেছে পিএসজি। ৮৭ মিনিটে মায়ুলুর গোলে জয় নিশ্চিত করে পিএসজি। অ্যাটলেটিকোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন লি ক্যাং। ৯৭ মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেছেন তিনি।

দুই ইউরোপিয়ান জায়ান্টের লড়াইটা তাই শেষ হয় একপেশে ভাবেই। ৪-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

সারাবাংলা/এফএম

অ্যাটলেটিকো মাদ্রিদ ক্লাব বিশ্বকাপ ২০২৫ পিএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর