Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও বড় আয়োজনে ‘টোটাল ধামাল’


২১ জানুয়ারি ২০১৯ ১৯:১০ | আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ১৯:১৭

টোটাল ধামাল

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

ধামাল ফ্র্যানচাইজির তৃতীয় সিনেমা ‘টোটাল ধামাল’। কমেডি-অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ফেব্রুয়ারিতে। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবির পোস্টার। আজ (২১ জানুয়ারি) প্রকাশ পেয়েছে ছবির ট্রেলার।


আরও পড়ুন :  বলিউডকে মোদির নতুন আশ্বাস


ট্রেলার প্রকাশের পর ছবিটি দর্শকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠছে আরও। কারণ ছবিতে মজার মজার সংলাপ তো রয়েছেই, তার সঙ্গে স্পেশাল ইফেক্টের ব্যবহার আরও রোমাঞ্চকর কোরে তুলেছে ছবিকে। আর এর সঙ্গে রয়েছে অনেক তারকার উপস্থিতি। সব মিলিয়ে আনন্দের জাকজমকপূর্ণ আয়োজন।

দ্বিতীয় কিস্তির মতো তৃতীয় কিস্তির পরিচালক ইন্দ্র কুমার। তবে অভিনয়শিল্পীতে আছে বেশ কিছু পরিবর্তন। ‘টোটাল ধামাল’ ছবিতে যুক্ত হয়েছেন অজয় দেবগন। শুধু তাই নয়, এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর জুটি বেঁধে অভিনয় করেছেন অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত।

ছবিতে আরও অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি, জাভেদ যাফরি, রিতেশ দেশমুখ, জনি লিভারসহ অনেকে। পঞ্চাশ কোটি রুপির গুপ্তধনের খোঁজ নিয়েই গড়ে উঠেছে গল্প। এই গুপ্তধন খুঁজতেই ঘটে বিভিন্ন মজার, হাসির ও আনন্দের ঘটনা।

সারাবাংলা/পিএ


আরও পড়ুন :

.   সঙ্গীতের মহাসমুদ্রে বালির দেখাও পাইনি: কুমার বিশ্বজিৎ

.   ‘হাফ’-এ যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘অবলম্বন’

.   কারিনা কি রাজনীতিতে আসছেন?


টোটাল ধামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর