Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগ নেতা শুভংকর খুন: ফাঁসির দাবিতে মানববন্ধন


১২ জুলাই ২০১৯ ১৬:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ছাত্রলীগ নেতা শুভংকর হাওলাদার খুনের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) ‘ঢাকাস্থ পটুয়াখালী জেলার সর্বস্তরের ছাত্র-জনতা’ এই মানববন্ধন করেন।

গত ২৬ জুন পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজের শিক্ষার্থী ও বাউফল উপজেলা নওমালা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শুভংকর খুন হন। এই ঘটনায় জড়িত সাইফুলকে গ্রেফতার করে পুলিশ।

মানববন্ধনে বক্তব্য রাখেন- নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হোসেন বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আইন সম্পাদক আরিফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক জাহিদ হাসান, শুভংকরের ভাই জুয়েল হাওলাদারসহ প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘গত ২৬ জুন খালে শুভংকরের লাশ পাওয়া যায়। ওই ঘটনায় শুভংকরের বাবার দায়ের করা মামলায় সাইফুল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এই খুনের সঙ্গে আরও অনেকে জড়িত আছে।’ এসময় তারা আগামী ৭ দিনের মধ্যে খুনি সাইফুলের সহযোগিদেরও গ্রেফতারের দাবি জানান।

সারাবাংলা/এআই/এমও

খুন ছাত্রলীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর