Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জয় গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৭:৩২

প্রতীকী ছবি

খুলনা: খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সৌমিক ভৌমিক জয়কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৪ জুন) রাতে নগরীর ইউনাইটেড ক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সৌমিক ভৌমিক জয় ঢাকা সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের উপ-সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সৌমিক ভৌমিক জয় শনিবার রাতে নগরীর ইউনাইটেড ক্লাবের একটি অনুষ্ঠানে আসেন। রাত ১০টার দিকে ছাত্র-জনতার নামে কয়েকজন সেখানে গিয়ে তাকে শনাক্ত করেন। ওই অনুষ্ঠান শেষে সৌমিক বাইরে এলে ছাত্র-জনতা তাকে মারধর করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

খুলনা থানার উপরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সৌমিক ভৌমিক জয়কে সদর থানায় করা একটি নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর

খুলনা গ্রেফতার ছাত্রলীগ নেতা নিষিদ্ধ ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর