Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলায় মাইদুর রুবেলের ‘দুষ্টু ভূতের কাণ্ড’


১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৯ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট :

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে প্রতিশ্রুতিশীল লেখক মাইদুর রহমান রুবেলের শিশুতোষ গ্রন্থ ‘দুষ্টু ভূতের কাণ্ড’ । সম্পূর্ন ভিন্ন মেজাজের এই বইটিতে শিশুকিশোরদের কথা মাথায় রেখে ১২টি গল্প লিখেছেন লেখক। দুষ্টু ভূতের কাণ্ড’ প্রকাশ করছে ইতি প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন রিদোয়ান শাহেদি।গল্পগুলোর শিরোনাম ঠিক করা হয়েছে- ভূতের কবলে পরী, অদ্ভুত এক বদ ভূত, চশমা, বিজ্ঞানী ভূত, দুষ্টু ক্যাপ্টেন, এই বইটা ভূতের, ফাস্ট বয়, ভূতের পাঠশালা, ভূত দাদু, ভূতের গলির ভূত, দুষ্টু ভূতের কাণ্ড । পেশায় সাংবাদিক মাইদুর রহমান রুবেল অবসর সময়ে করেন লেখালেখি । তার গল্পে তৈরি হয়েছে নাটক বডি-স্প্রে।লেখকের উল্লেখযোগ বই টেলিভিশন সংবাদ ও সংবাদিকতা, কন্যারাশি, ভূতের রাজ্য, ফ্রেন্ড রিকোয়েস্ট ইত্যাদি। সম্পাদিত বই হন্টেড এক্সক্লুসিভ।  নিয়মিত সম্পাদনা করেন সাহিত্য বিষয়ক পত্রিকা কালস্রোত, ভূত বিষয়ক পত্রিকা ভূত ডটকম। লেখালেখির জন্য বেশ কিছু পুরস্কারও পেয়েছেন প্রতিশ্রুতিশীল এই লেখক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর