Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে চিটাগং

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ১৮:১০ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৮:২১

একাদশ বিপিএলের শুরুটা ভালো হয়নি চিটাগং কিংসের। খুলনা টাইগার্সের বিপক্ষে বড় হারে বিপিএল শুরু হয়েছিল বন্দর নগরীর দলটির। সঙ্গে শুরুর দিকে দলটির অব্যবস্থাপনা নিয়েও আলোচনা হচ্ছিল। তবে চিটাগং ঘুরে দাঁড়াল দুর্দান্তভাবে। প্রথম হারের পর টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে বসল চিটাগং।

আজ নিজেদের চতুর্থ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩০ রানে জিতেছে চিটাগং। চতুর্থ ম্যাচে তৃতীয় জয় পাওয়া চিটাগংয়ের পয়েন্ট এখন ৬। পয়েন্ট টেবিলের তিনে থাকা ফরচুন বরিশালের পয়েন্টও অবশ্য ৬। তবে চিটাগংয়ের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে চিটাগং। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রংপুর রাইডার্স।

বিজ্ঞাপন

ব্যাটিং সামর্থই আজ জিতিয়েছে চিটাগংকে। আগে ব্যাটিং করে ২০৩ রান তুলেছিল দলটি। পরে এতোবড় স্কোর পেরুতে পারেনি সিলেট স্ট্রাইকার্স।

সোমবার (১৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০৩ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে ঢাকার বোলিংয়ের শুরুটাও হয়েছে দুর্দান্ত। ইনিংসের দ্বিতীয় বলেই সিলেটের আইরিশ ওপেনার পল স্টালিংকে ফেরান নাবিল সামাদ। অপর ওপেনার রনি তালুকদারও বেশিদূর এগুতে পারেননি (৯ বলে ৭ রান)।

এরপর ফর্মে থাকা জাকির হাসানের কাঁধে ছিল বড় দায়িত্ব। জাকির আজ বড় ইনিংস খেলতে পারেননি। ১৯ বলে ২৫ রান করে ফিরেছেন বাংলাদেশি তরুণ। পাওয়ার প্লেতেই তিন উইকেট হারিয়ে বড় চাপে পরে সিলেট। নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিল বলে জর্জ মানজে, জাকির আলি অনিকরা পরে চেষ্টা করেও সেই চাপ থেকে সিলেটকে বের করতে পারেননি।

২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রানে থেমেছে সিলেট। চারে নামা মানজে ৩৭ বলে ৪টি করে চার-ছয়ে ৫২ রান করেছেন। জাকির আলি অনিক ২৩ বলে অপরাজিত ছিলেন ৪৭ রান করে। জাকিরের ইনিংসে চারের মার ৩টি, ছক্কা ৪টি।

বিজ্ঞাপন

এর আগে চিটাগংয়ের দুইশোর্ধ্ব ইনিংসে বড় অবদান তিন বিদেশি উসমান খান, গ্রাহাম ক্লার্ক ও হায়দার আলির। শুরুতেই অবশ্য উইকেট হারিয়েছিল চিটাগং। ১০ বলে ৭ রান করা পারভেজ হোসেন ইমনকে শুরুতেই হারায় চিটাগং। তবে দ্বিতীয় উইকেটে উসমান খান ও গ্রাহাম ক্লার্কের জুটিটা ছিল দুর্দান্ত। ৩৯ বলে ৬৮ রান তুলেছেন দুজন। উসমান ৩৫ বলে ৮ চার ১ ছয়ে ৫৩ রান করে ফিরলে এই জুটি ভাঙে।

এরপর ক্লার্কের সঙ্গে জুটি বেঁধেছিলেন চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। গ্রাহাম ক্লার্ক ৩৩ বলে ৩টি চার ৫টি ছয়ে ৬০ রান করে ফিরেছেন দলীয় ১৪৮ রানের মাথায়। তখন ১৬তম ওভারের খেলা চলে। বাকি সময়ে সিলেটের বোলারদের স্রেফ তুলাধুনা করেছেন হায়দার আলী।

১৮ বল খেলে অপরাজিত ৪২ রান করার পথে ৩টি চার ৪টি ছক্কা হাঁকিয়েছেন পাকিস্তানি তরুণ। মোহাম্মদ মিঠুন ১৯ বলে ২৮ রান করেছেন। সিলেটের হয়ে ২৮ রানে দুই উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর