Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের পরামর্শ নিয়ে পিএসএল খেলতে যাবেন রিশাদ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ২০:৫২

পাকিস্তান সুপার লিগের (পিএসএল প্লেয়ার ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তাদের একজন লেগস্পিনার রিশাদ হোসেন। ড্রাফট থেকে রিশাদকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এই মুহূর্তে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন রিশাদ। দলটির অধিনায়ক তামিম ইকবালের পিএসএল খেলার অভিজ্ঞতা আছে। তামিমের পরমার্শও তাই পাচ্ছেন রিশাদ।

পিএসএলে দল পেতে পারেন, এমন আত্মবিশ্বাস আগে থেকেই ছিল বলেছেন তরুণ লেগস্পিনার। বিপিএলের ঢাকার প্রথম পর্ব ও সিলেট পর্ব শেষ। আগামী পরশু থেকে বিপিএল শুরু হবে চট্টগ্রামে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম পর্ব শুরুর আগে অনুশীলন শুরু করেছে ফরচুন বরিশাল। অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন রিশাদ। তার বেশিরভাগ জুড়েই রইলো পিএসএলের দল পাওয়া প্রসঙ্গ।

রিশাদ বলেন, ‘যেকোনো জায়গায় সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ। আমি কোনো কিছু আশা করি না, আইপিএল বিগ ব্যাশ বা পিএসএল। আপাতত বিপিএলে ফোকাস করছি। যখন সেটা আসবে আমি চেষ্টা করব। আমার এজেন্ট আমাকে বলসিল যে তুমি পিএসএলে লাহোর কালান্দার্সে চান্স পেয়েছো। আমি আগে থেকেই ভাবছিলাম আমাকে নেওয়ার সুযোগ ছিল। ফলে নরমাল ছিলাম।’

তামিমের সঙ্গে কি কথা হয়েছে, এমন প্রশ্নে রিশাদ বলেছেন, ‘(তামিম ভাই) অভিনন্দন জানিয়েছে। বলেছে ভালো ফ্র্যাঞ্চাইজি, খেলে মজা পাবা।’

এবার ৩ বাংলাদেশি পিএসএলে দল পাওয়ার বিষয়টি আনন্দের বলেছেন রিশাদ। তরুণ লেগস্পিনারের প্রত্যাশা ভবিষ্যতে বাংলাদেশ থেকেই ১২-১৫ জন ক্রিকেটার নিয়মিত বাইরের লিগগুলোতে খেলবেন। রিশাদ বলেন, ‘সামনে আরও ভালো করলে ইনশাল্লাহ আরও ৩-৪ জনের বেশি সুযোগ আসবে। কোনো কিছু নিয়ে আক্ষেপ না থাকাই ভালো। অবশ্যই, আমরা তো চাইব ১২-১৫ জন সবাই বাইরের লিগগুলো খেলুক। আশা থাকবে যেভাবে বিপিএল যেভাবে সুন্দর যাচ্ছে সামনে আশা করব আরও ভালো টুর্নামেন্টে খেলবে আমাদের দেশের প্লেয়াররা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

পিএসএল রিশাদ হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর