চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেল ভাই-বোনসহ ৩ জনের
১৩ মার্চ ২০২৫ ১১:৪৫ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১২:৫৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বাসচাপায় স্কুলশিক্ষার্থী ভাই-বোনসহ তিন জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার দোহাজারি পৌরসভায় রেলস্টেশনের প্রবেশমুখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা মিলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহতরা হলেন- অটোরিকশা চালক রুহুল আমিন (৪৫) এবং মোছাম্মৎ রিজকি আক্তার (১৬) ও তার ভাই ওয়াকার উদ্দিন আদিম (১২)।
এ ছাড়া মোছাম্মৎ তুসিন আক্তার (১৬) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হতাহতদের সবার বাড়ি চন্দনাইশের জামিরজুরি গ্রামে। নিহত রিজকি ও আহত তুসিন স্থানীয় পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। আর নিহত ওয়াকার একই প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র।

এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা মিলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
হাইওয়ে পুলিশের দোহাজারী থানার ইনচার্জ পরিদর্শক শুভরঞ্জন চাকমা সারাবাংলাকে বলেন, ‘কক্সবাজার থেকে চট্টগ্রাম শহর অভিমুখী পূরবী পরিবহনের বাস ও বিপরীতমুখী অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এরপর অটোরিকশা চালককে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’
আহত তুসিন আক্তারকে পুলিশ দোহাজারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে বলে তিনি জানান।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহত শিক্ষার্থীদের সহপাঠী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন। তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন ও বাস ভাংচুর করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ পরিদর্শক শুভরঞ্জন চাকমা সারাবাংলাকে বলেন, ‘অবরোধের জন্য আধাঘন্টার মতো যানবাহন আটকা ছিল। সেনাবাহিনী আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’
সারাবাংলা/আরডি/ইআ