Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১৫:১৫ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৬:১১

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। লোগো: সংগৃহীত

সিরাজগঞ্জ: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) জেলা যুবদলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোরদার, পৌর যুব দলের সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, দফতর সম্পাদক মো. কাইয়ুম, ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল, সাবেক সদস্য হাবিব ওরফে হাবলু, সাবেক সদস্য সেলিফ আল আকবার শশী, দৌলতপুর ইউনিয়নের দুলগরা খালির সদস্য হাফিজুল ইসলাম।

জেলা যুবদলের দফতর সম্পাদক মাসুম রেজা মুসা এ তথ্য নিশ্চিত করে বলেন, উল্লখিত নেতাদের একাধিকবার সতর্ক করা হয়েছিল কিন্তু তারা শোনেননি। কেন্দ্রের নির্দেশে তাদের বহিষ্কার করা হয়েছে। এখন থেকে তাদের অপকর্মের দায় দল বহন করবে না।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উল্লেখিত নেতাদের দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া এদের কোনো অপরাধের দায়-দায়িত্ব সংগঠন নিবে না। বহিস্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।

সারাবাংলা/ইআ

নেতা বহিষ্কার যুবদল সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর