Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, যৌথ বাহিনীর অভিযানে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৭:০১ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৭:০৩

যৌথ বাহিনীর অভিযান

সিরাজগঞ্জ: ঈদে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় বিভিন্ন যানবাহনে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে বিভিন্ন মেয়াদের শাস্তিসহ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক, কড্ডার মোড়সহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর নেতৃত্বে বাস ও যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায়কারী মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় বিভিন্ন মেয়াদে শাস্তিসহ জরিমানা করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর আর্মি ক্যাম কমান্ডার মেজর মারুফ এবং সিরাজগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সিরাজগঞ্জ আর্মি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ‌ পুরো সিরাজগঞ্জ জেলার সব জায়গা থেকে আমরা পেয়েছি। এজন্য প্রত্যেকটি উপজেলাতেই প্রশাসনের সঙ্গে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যাত্রীরা যেন নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারে এজন্য সেনাবাহিনী মাঠে কাজ করছে।

অভিযান চলাকালীন কুচক্রী মহলদের বিভিন্ন মেয়াদের শাস্তি সহ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

সারাবাংলা/এইচআই

অতিরিক্ত ভাড়া আদায় জরিমানা যৌথ বাহিনীর অভিযান সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর