ঢাকা: ঢাকায় আজ ছুটির দিনেও বায়ুমান রয়েছে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে। সকালে সামান্য বৃষ্টি হলেও তা বায়ুমান উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ১২৩, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করেছে আন্তর্জাতিক মান নির্ধারণকারী সংস্থা IQAir।
বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান আজ সপ্তম। সবচেয়ে দূষিত শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার AQI স্কোর ১৭৪। এরপর রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৬৭), পাকিস্তানের লাহোর (১৫৯), বাহরাইনের মানামা (১৫৫), উগান্ডার কাম্পালা (১২৪) এবং ব্রাজিলের সাও পাওলো (১২৩)।
ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের মারাত্মক প্রভাবে ভুগছে। বিশেষ করে শীতকালে বায়ুমান থাকে ভয়াবহ মাত্রায় খারাপ, যদিও বর্ষায় সাময়িক উন্নতি দেখা যায়। কিন্তু আজকের মতো ছুটির দিনেও বায়ুর মান আশাব্যঞ্জক নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, প্রতি বছর বায়ুদূষণের কারণে বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষ প্রাণ হারান। বায়ুদূষণজনিত মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (COPD), ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসতন্ত্র সংক্রমণ।
বায়ু ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় থাকায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়া এবং মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রয়োজন না হলে যানবাহন ও রাস্তায় অবস্থান এড়িয়ে চলাই শ্রেয়।