ঢাকা: উপকূলীয় ১৫টি জেলায় ১-৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। অমাবস্যা ও বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপের কারণে এই সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং এসব জেলার আশপাশের দ্বীপ ও চরাঞ্চলগুলো জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
নিম্নচাপের অবস্থান ও প্রভাব
শুক্রবার সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিমি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ২৬৫ কিমি পশ্চিমে, মোংলা বন্দর থেকে ১৩০ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা বন্দর থেকে ১১০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এটি বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমির মধ্যে বাতাসের একটানা গতি ঘণ্টায় ৪০ কিমি এবং দমকা হাওয়া আকারে ৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে সাগর উত্তাল রয়েছে।
সতর্কতা ও নির্দেশনা
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর পরিস্থিতির ওপর নজর রাখছে এবং নতুন তথ্য জানার সঙ্গে সঙ্গে সর্বসাধারণকে আপডেট দেওয়া হবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।