Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বায়ুমানে উন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ১০:২৬ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ১৩:০৫

ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে শীর্ষে থাকা রাজধানী ঢাকার বায়ুমান উল্লেখযোগ্য উন্নতি করেছে।

রোববার (১০ আগস্ট) আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ৩৭, যা ‘ভালো’ শ্রেণিতে পড়ে। এর ফলে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান নেমে এসেছে ৮৯তম স্থানে।

অন্যদিকে একই সময়ে ১৯২ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। দ্বিতীয় স্থানে সৌদি আরবের রিয়াদ (১৫৮), তৃতীয় স্থানে উগান্ডার কামপালা (১৫২), চতুর্থ স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৪২) এবং পঞ্চম স্থানে দেশটিরই বাতাম শহর (১১৭)।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা জানান, একিউআই স্কোর ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১–৪০০ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়। উচ্চ মাত্রার দূষণে শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ের বৃষ্টিপাত ও বাতাসের প্রবাহ এ উন্নতিতে ভূমিকা রেখেছে, তবে দীর্ঘমেয়াদে টেকসই পদক্ষেপ ছাড়া এই উন্নতি স্থায়ী হবে না।

সারাবাংলা/এফএন/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর