Thursday 14 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টির পর ঢাকার বাতাস ‘সহনীয়’

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১১:০৫ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১১:০৭

ছবি: সংগৃহীত

ঢাকা: টানা ধুলা-ধোঁয়ার চাপে হাঁসফাঁস করা ঢাকাবাসী আজ কিছুটা স্বস্তি পেয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম আইকিউএয়ারের তথ্য বলছে রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দাঁড়িয়েছে ৭৯— যা মাঝারি মানের দূষণ।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ ২৫তম। বুধবার (১৩ আগস্ট) একিউআই ছিল ৮৪, আর অবস্থান ছিল ২০তম। অর্থাৎ এক দিনে ঢাকার বাতাস কিছুটা পরিষ্কার হয়েছে, র‌্যাঙ্কিংয়েও উন্নতি এসেছে ৫ ধাপ।

আজকের তালিকার শীর্ষে রয়েছে—

কিনশাসা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র – একিউআই ১৬৪ (অস্বাস্থ্যকর)
কায়রো, মিসর – একিউআই ১৪৫ (সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর)
জাকার্তা, ইন্দোনেশিয়া – একিউআই ১৩৪ (সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর)
তুলনায় ঢাকার একিউআই অনেক ভালো, কিন্তু নগরবাসীর জন্য তা নিঃশ্বাস নেওয়ার নিশ্চিন্ত অবস্থা নয়। বিশেষ করে শিশু, বৃদ্ধ, এবং শ্বাসকষ্টে ভোগা মানুষদের জন্য মাঝারি মানের দূষণও ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিজ্ঞাপন

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বৃষ্টি ও হালকা বাতাস দূষণ ছড়িয়ে দিয়েছে, ফলে একিউআই কমেছে। তবে যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণসাইটের ধূলা আর শিল্পাঞ্চলের ধোঁয়া ঢাকাকে এখনও পরিষ্কার শহর বলার সুযোগ দেয় না।

করনীয় কি?
সরকারি উদ্যোগ: নির্মাণসাইটে ধুলা নিয়ন্ত্রণ, যানবাহনে নির্গমন কমানো, রাস্তা নিয়মিত পানি ছিটানো।

ব্যক্তিগত সতর্কতা: সংবেদনশীল মানুষদের বাইরে বের হলে মাস্ক ব্যবহার, খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলা।

দীর্ঘমেয়াদি সমাধান: গণপরিবহন উন্নত করা, সবুজায়ন বৃদ্ধি, শিল্পকারখানার বর্জ্য নিয়ন্ত্রণ।

পরিবেশবিদদের মতে, ঢাকার দূষণ সমস্যা সমাধানে বৃষ্টি বা বাতাস সাময়িক স্বস্তি দিলেও, স্থায়ী সমাধান আসবে কেবল পরিকল্পিত উদ্যোগ আর রাজনৈতিক সদিচ্ছা থেকে।

সারাবাংলা/এফএন/এমপি

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা (আইকিউএয়ার) পরিবেশ দূষণ