ঢাকা: মৌসুমি বায়ুর সক্রিয়তায় দেশে বৃষ্টিপাত বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ অবস্থায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ এবং সর্বনিম্ন ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিনের প্রথমার্ধে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, মৌসুমি বায়ু বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বৃষ্টির প্রবণতা সক্রিয় থাকবে।
বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের কারণে সমুদ্রবন্দরে সতর্ক সংকেত জারি হতে পারে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সেপ্টেম্বর মৌসুমি বৃষ্টির শেষ ভাগ হলেও লঘুচাপ বা নিম্নচাপের কারণে হঠাৎ বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি ও কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।