Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৩ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪০

ভারী বর্ষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু করে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে সকালের মধ্যে দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় মেঘলা আকাশ ও ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরের ১২তম শক্তিশালী বৃষ্টিবলয় দেশের ওপর সক্রিয় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

বিভাগভিত্তিক সম্ভাব্য গড় বৃষ্টিপাত:

রংপুর: ১৮০–২৫০ মিমি
সিলেট: ১৬০–২৬০ মিমি
ঢাকা: ১২০–১৮০ মিমি
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম: ১০০–১৫০ মিমি

আবহাওয়াবিদরা জানিয়েছেন, একটানা ভারী বৃষ্টির কারণে দেশের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিতে পারে। উপকূলীয় জেলাগুলোতে জলোচ্ছ্বাস ও বন্যার ঝুঁকি রয়েছে। পাশাপাশি বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটির পাহাড়ি এলাকায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

জনগণকে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতির অবনতি হলে নদীবন্দর ও উপকূলীয় এলাকায় আরও উচ্চ সতর্কতা জারি করা হতে পারে।

সারাবাংলা/এফএন/এমপি

আবহাওয়া আবহাওয়া অধিদফতর জলবায়ু পূর্বাভাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর