Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণের শীর্ষে কায়রো, উন্নত হচ্ছে ঢাকার বায়ু মান

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৫

ছবি: সারাবাংলা

ঢাকা: মিশরের রাজধানী কায়রো বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। তবে ঢাকার বায়ুর মান উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩৭ মিনিটে এ তথ্য জানায় বৈশ্বিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (IQAir)।

সূচকের অনুযায়ী, কায়রোর দূষণ স্কোর ১৬৩, যা অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ১৫৭), তৃতীয় অবস্থানে কঙ্গোর রাজধানী কিনশাসা (১৫১)। চীনের সাংহাই চতুর্থ এবং ভারতের দিল্লি পঞ্চম স্থানে রয়েছে।

ঢাকা বহুদিন ধরে দূষণের শীর্ষ তালিকায় থাকলেও এবার পিছিয়ে ৩২তম স্থানে এসেছে। রাজধানীর দূষণ স্কোর ৬২, যা মধ্যম বা সহনীয় পর্যায়ে ধরা হচ্ছে। ফলে অন্যান্য সময়ের তুলনায় ঢাকার বাতাস কিছুটা শ্বাস-প্রশ্বাসের উপযোগী হয়েছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বৃষ্টিপাত ও নিয়ন্ত্রিত উদ্যোগের কারণে ঢাকার বায়ুমানের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে দীর্ঘমেয়াদে এ উন্নতি ধরে রাখতে কার্যকর পরিবেশনীতি, শিল্প ও যানবাহনের নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সারাবাংলা/এফএন/এমপি

আইকিউএয়ার দূষিত বায়ুদূষণ বায়ুর মান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর