ঢাকা: বঙ্গোপসাগরে আবারও নতুন লঘুচাপ সৃষ্টির ইঙ্গিত মিলেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানিয়েছেন আগামী মঙ্গলবার বা বুধবারের মধ্যে এ লঘুচাপ তৈরি হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বাংলাদেশের উপকূলীয় জেলা খুলনার কাছাকাছি সাগরে সৃষ্টি হয়ে পরে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে ওডিশা উপকূলে চলে যেতে পারে।
তিনি বলেন, ‘এখনো খানিকটা সময় বাকি। তবে গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে বাংলাদেশের উপকূলের কাছেই লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর বৃষ্টি হতে পারে। তবে কতটা প্রভাব পড়বে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
আবহাওয়া অধিদফতর জানায়, শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি আগামী দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।
চলতি মাসেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, তবে তার প্রভাব বাংলাদেশে পড়েনি। এবার যেহেতু সম্ভাব্য লঘুচাপ দেশের উপকূলের কাছেই তৈরি হতে পারে, তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।